কপোতাক্ষ নদে বালু উত্তোলনের মহোৎসব

0
525

এম আর মাসুদ : কপোতাক্ষ নদে চলছে বালু উত্তোলনের মহোৎসব।নদের অন্তত তিনটি স্থান থেকে বেশ কিছুদিন ধরে বালু উত্তোলনের ফলে ওই অঞ্চলে নির্মাণাধীন ব্রিজটির স্থায়ীত্বকাল নিয়ে সংসয় প্রকাশ করেছেন সুধিমহল।
মধু কবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদ যেন কিছুতেই মুক্ত হচ্ছে না অসাধু ব্যক্তিদের হাত থেকে। কখনও নদে অবৈধ দখল, কখনও বালু উত্তোলনসহ এ নদের শোষণ চলে সারা বছর। এবার যশোরের ঝিকরগাছা উপজেলার মাগুরা, দোশতিনা ও জামালপুরে চলছে বালু উত্তোলনের মহোৎসব। অথচ মাগুরা ও দোশতিনার মাঝখানে নদের উপর নির্মিত হচ্ছে ৭ কোটি ৩৯ লক্ষ ৯৬ হাজার ৪৭৭ টাকা ব্যয়ে ১৩৫ মিটার দীর্ঘ ব্রিজ। ব্রিজটির অদূরে মাগুরা শশ্বান ঘাট, নদের অপর পাশে জামালপুর ও দোশতিনা বাজার এলাকা থেকে নদ হতে বালু উত্তোলন করা হচ্ছে বেশ কিছুদিন ধরে। মাগুরা শশ্বান ঘাট ও নদের অপর পাশে জামালপুর ঘাটে বালু উত্তোলন করছেন মাগুরা গ্রামে সাবেক মেম্বর অহেদ আলীর ছেলে আলমগীর হোসেন। এবং দোশতিনা বাজার এলাকা থেকে বালু উত্তোলন করছেন ওই গ্রামের মেম্বর তরিকুল ইসলাম। সরজমিনে দেখা গেছে, দোশতিনা বাজার ও জামালপুর ঘাটে বালু উত্তোলন করে স্তু‘প করে রাখা হয়েছে। মাগুরা শশ্বান ঘাটে এখনও বালু উত্তোলন করা হচ্ছে। এখান থেকে বিভিন্ন এলাকায় ট্রাকে করে বালু বিক্রয় করা হচ্ছে।এবিষয় বালু উত্তোলনকারী আলমগীর হোসেন জানিয়েছেন, নেতৃবৃন্দকে জানিয়ে রাস্তার জন্য বালু তোলা হচ্ছে। মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানিয়েছেন, নদ থেকে বালু উত্তোলনের ফলে নির্মাণাধীন ব্রিজটি হুমকির মুখে। তাই বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে আগেই। ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম বিষয়টি জানেন না বলে দাবী করে বলেন সঠিক তথ্য পেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here