যশোরের দুটি ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারেকে দেড় লক্ষ টাকা জরিমানা

0
387

নিজস্ব প্রতিবেদক : যশোরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দুটি ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারেকে দেড় লক্ষ টাকা জরিমানা করে তা আদায় করেছেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট কেএম আবু নওশাদ ও নির্বাহী ম্যাজিস্টেট কাজী নাজিব মঙ্গলবার দুপুরে শহরের ঘোপ নওয়া পাড়া রোডে যশোর ডায়াগনষ্টিক সেন্টারে ও একই এলাকার দেশ ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে এই জরিমানা আদায় করা হয়ে।
ভ্রাম্যামান আদালতের পেশকার বলেন, ভ্রাম্যামান আদালত অভিযান কালে দেখতে পান শহরের ঘোপ নওয়াপাড়া রোডের যশোর ডায়াগনষ্টিক সেন্টারে ফ্রিজের ভিতর মাংংশ,মাছ,ও মেডিসিন ও রক্ত টানা সিরিন্জ থাকায় এসময় ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট কাজী নাজিব হাসান ৫০০০০টাকা জরিমানা করে তা আদায় করেন৷ এরপর একই এলাকার দেশ ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার ফ্রিজে নষ্ট রক্ত ও রক্তটানা সিরিন্জ,চিকিৎসক,নার্স না থাকায় ১লক্ষ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্টেট কেএম আবু নওশাদ রাজু আহম্মেদ কে৷২০০৯ সালের জাতীয় ভোক্তাধীকার সংরক্ষণ আইনে জরিমানা করে তা আদায় করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here