কর্তব্যরত পুলিশের কারনে হয়রানির স্বীকার হচ্ছে যশোরে পাসপোর্ট করতে আসা নারী ও পুরুষেরা

0
484

বিশেষ প্রতিনিধি : যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিস এখন কর্তব্যরত পুলিশের দখলে রয়েছে বলে খবর পাওয়া গেছে। পুলিশি কার্যক্রমে আতংক ও বাঁধার কারণে পাসপোর্ট করতে আসা নারী ও পুরুষেরা ঢুকতে পারছে না। কর্তব্যরত পুলিশ নানান ভাবে তাদের সাথে হয়রানি করছে বলে একাধিক অভিযোগ উঠেছে।
মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারী কর্তব্যরত পুলিশের র্দুব্যবহারের স্বীকার হন পাসপোর্ট অফিসে কাজে যাওয়া বিভিন্ন ব্যক্তিবর্গ ও সাংবাদিকরাও। পাসপোর্ট করতে যাওয়া ব্যক্তিরা মোটরসাইকেল নিয়ে পাসপোর্ট অফিসে ঢুকতে গেলে কর্তব্যরত পুলিশ কনসটেবল মহব্বত তাদেরকে বাধা দেয়। দূর্ব্যবহারের এক পর্যায় মোটরসাইকেল নিয়ে ভিতরে ঢোকা যাবে না বলে পুলিশ কনস্টেবল মহব্বত জানান। পরিচয় দেওয়ার পরও চরমভাবে দূর্ব্যবহার ওই সময় পাসপোর্ট করতে যাওয়া গ্রাহকেরা হতবাক হয়ে পড়েন। মহব্বতের সাথে কর্তব্যরত এএসআই নিধূ ও নায়েক মমিরুল জন সাধারণের সাথে চরমভাবে দূর্ব্যবহার করতে থাকে। সূত্রগুলো জানিয়েছেন,যশোর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে কনস্টেবল মহব্বত কাউকে তোয়াক্কা করেন না। তিনি প্রবেশ মূল্য চালু করেছেন। যারা তাকে সন্তুষ্ট করেন তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয়। সূত্রগুলো আরো জানিয়েছেন, পুলিশ কনস্টেবল মহব্বত পাসপোর্ট অফিসে দায়িত্ব পাওয়ার পর ওই এলাকার পাসপোর্ট দালালদের সাথে সখ্যতা গড়ে তোলে। পাসপোর্ট অফিসে ঢুকতে দালালদের মাথাপিছু ২০ থেকে ৫০ টাকা আদায় করে থাকেন। যিনি তার দাবি পূরন করতে ব্যর্থ হন তাকে পাসপোর্ট কার্যালয় ঢুকতে দেননা। পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে পুলিশ কনস্টেবল মহব্বত যে ভাবে জন সাধারনের সাথে ব্যবহার চালিয়ে যাচ্ছে। তাকে যে কোন সময় অঘটনোর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এ ব্যাপারে ভূক্তভোগীরা আঞ্চলিক পাসপোট অফিসের সহকারি পরিচালক দায়িত্ব পালনকারী জামাল হোসেনকে জানালে তিনি বলেন, দেখেন পুলিশের উপর এখন আর কেউ নেই। পুলিশ যা বলছে তাই হচ্ছে। আপনারও করার কিছু নেই আমারও করার কিছু নেই। অভিযোগ রয়েছে বহিরাগত দালালদের সাথে তাল মিলিয়ে কর্তব্যরত পুলিশ সদস্যরা পাসপোর্ট গ্রাহকদেরকে হয়রানি করছে। দালালদের খপ্পরে পড়ে বাঁচার জন্য পাসপোর্ট গ্রাহকরা পুলিশের শরনাপন্ন হয়। কিন্তু দালালদের চেয়ে পাসপোর্ট অফিসে কর্তব্যরত পুলিশ সদস্যরা আরো ভয়ঙ্কর। দালালদের হাত থেকে বাঁচার জন্য পাসপোর্ট গ্রহকরা কর্তব্যরত পুলিশের কাছে সাহায্যের জন্য গেলে আরো বেশি হয়রানির স্বীকার হচ্ছে। পাসপোর্ট অফিসে কর্তব্যরত পুলিশ সদস্যরা গ্রাম,গঞ্জ থেকে আসা নীরিহ পাসপোর্ট গ্রাহকদের ভয়ভীতি দেখিয়ে সমস্ত টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগে বলা হয়েছে। বিশেষ করে এ কাজে র্শীষে রয়েছে কনসটেবল মহব্বত। ভুক্তভোগীরা যশোরের পুলিশ সুপারসহ খুলনা রেঞ্জের পুলিশের উপ মহা পুলিশ কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here