কালিগঞ্জে ঘুর্ণিঝড় “ফণী”র কারণেই শুরু হয়ে গেছে বৃষ্টি ও ঝড়ো হাওয়া

0
344

ইকবাল হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি:বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে কালিগঞ্জ উপজেলায় ঝড়ো হাওয়াসহ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। সেই সঙ্গে বইছে ঠাণ্ডা বাতাস। এছাড়া মাঝে মধ্যে বজ্রপাত লক্ষ্য করা গেছে। এতে আতঙ্কে আছেন উপজেলার নদীপাড়ের বসবাসরতরা। উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের পাশাপশি এনজিও সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ফনী মোকাবেলায় জন সচেতনতা বাঁড়াতে প্রচার প্রচারণা চালাচ্ছেন। শুক্রবার বেলা সাড়ে ১১ টা হতে বৃষ্টি শুরু হয়ে গেছে। ঘুর্ণিঝড় ফনিকে সামনে রেখে উপজেলা এলাকার সাধারণ জনগন আতঙ্কে দিনাতিপাত করছেন। উপজেলার পৃথক দুটি আশ্রয়ন প্রকল্পে অবস্থানরত প্রায় শতাধীক পরিবার এখনো পর্যান্ত নিরাপদ আশ্রয়ে যায়নি। বৃষ্টির মধ্যে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন শুক্রবার বেলা সাড়ে ১২ টায় কালিকাপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের উদ্ধার করে নিরাপদে নিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here