কালিগঞ্জ চাঁচাই ফুটবল মাঠে পাঁচ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন ও হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

0
270

ইকবাল হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি:কালিগঞ্জ বিষ্ণুপুর চাঁচাই ঐতিহ্যবাহি ফুটবল মাঠে (বৃহস্পতিবার ১২ নভেম্বর) সবুজ সংঘের আয়োজনে পাঁচ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা-২০২০ উদ্বোধন ও হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘অর্থ স্বাস্থ্য পুষ্টি চান, দেশি ফল বেশি খান’। মেলায় উপজেলার বিভিন্ন নার্সারি ও কৃষিভিত্তিক ৮টি স্টল রয়েছে।মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃৃৃৃক্ষ মেলাটি উদ্বোধন করেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী কাওফিল অরা সজল, ইউপি সদস্য গোলাম রাব্বানী, শেখ সিদ্দিকুর রহমান,মহিলা ইউপি সদস্যা লাইলী পারভিন ও রোজিনা বেগম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অমর চক্রবর্তী, সাধারণ সম্পাদক সাংবাদিক হাশেম আলী প্রমুখ। উদ্বোধন শেষে চারদলীয় হা-ডু-ডু খেলার প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়।খেলায় দুটি হা-ডু-ডু কাবাডি দলের খেলোয়াররা অংশ গ্রহণ করেন।খেলায় দক্ষিণ শ্রীপুর ইউপি সদস্য মিলন হোসেন নেতৃত্বে ও সাবেক ইউপি সদস্য আব্দুল মতিফের নেতৃত্বে দক্ষিণ শ্রীপুর হা-ডু-ডু স্পোর্টিং ক্লাব কে নলতা বন্ধুমহল হা-ডু-ডু ক্লাব কে হারিয়ে ফাইনাল খেলার গৌরব অর্জন করে।সমগ্র খেলাটি পরিচালনা করেন আব্দুল হাদী।