কেশবপুরে আওয়ামীলীগ ও বিএনপিতে অস্বস্তি

0
445

নিজস্ব প্রতিনিধি : যশোরের কেশবপুরে আওয়ামীলীগ ও বিএনপিতে চরম অস্বস্তি বিরাজ করছে। নেতাদের ভিতর গ্র“পিং থাকায় তৃণমুল পর্যায়ের নেতা কর্মীরা মহা বিপাকে রয়েছেন। দল ক্ষমতায় থাকলেও অনেক নেতা কমৃী রয়েছেন নানান মনোকষ্টে। অপরদিকে বিএনপিতে চরম গ্র“পিং থাকায় মাঠ পর্যায়ের নেতা কর্মী দের ভিতর বিভক্তি চরম আকার ধারণ করেছে।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৬ (৯০) নম্বর আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশায় গণসংযোগ করে চলেছেন একাধিক প্রার্থী। তারা হলেন বর্তমান এমপি সাবেক শিক্শামন্ত্রী এ এস এইচ কে সাদেকের সহধমিৃনী বর্তান সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, আওয়ামীলীগ নেতা শেখ রফিক, অ্যাডভোকেট হুসাইন ইসলাম। অপরদিকে বিএনপির মনোনয়ন প্রত্যাশায় রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেশবপুর থানা শাখার সভাপতি আবুল হোসেন আজাদ, জেলা বিএনপির সহসভাপতি আবু বকর আবু, কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস। বিএনপি চেয়ারপারর্সনের মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত কোন কর্মসুচি কেশবপুরে পালিত হয়নি।
। অপরদিকে বিএনপি নেতা অমলেন্দু দাস অপু ঢাকায় অবস্থান করে বিএনপির কেন্দ্রীয় কর্মসুচির প্রত্যেকটিকে সরব রয়েছেন। নেতা কর্মীদের মাঝে আস্থার অর্জন করেছে। এছাড়া এলাকার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন।
মনোরঞ্জনে এক ধাপ এগিয়ে রয়েছেন। দলটিতে স্থানীয় পর্যায়ে দুটি গ্র“প জোরালো অবস্থানে রয়েছে যার নের্তৃত্ব দিচ্ছেন কেশবপুর শাখার সভাপতি আবুল হোসেন আজাদ ও সাংগঠণিক সম্পাদক কাউন্সিলর মশিয়ার রহমান । অপর গ্র“পে অবস্থান নিয়েছেন জেলা বিএনপির সহসভাপতি আবু বকর আবু, কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস।
অপরদিকে আওয়ামীলীগে চার ইউনিয়নে আহ্বয়ক কমিটি গঠন নিয়ে স্থানীয় এমপি জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সাথে দুরত্ব দেখা দিয়েছে।দু দফা দলটির বর্ধিত সভা ডাকা হলেও শেষ পর্যন্ত মুলতবি করতে হয়েছে উপজেলা কমিটির বর্ধিত সভা। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক কেশবপুরে উন্নয়নের ধারা অব্যহত রেখেছে।
যশোর -৬ কেশবপুর আসনটি বিএনপির হাতছাড়া হয়ে যাওয়ায় নেতা কর্মীরা এবার আসনটি ধরে রাখতে কঠোর মনোভাব দেখালেও দলের ভিতরে নের্তৃত্বে কোন্দল থাকায় মাঠ পর্যায়ে চরম হতাশায় রয়েছেন তৃণমূর কর্মীর্।া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কার হাতে নৌকা ও ধানের শীষ প্রতীক উঠবে এটা এ মুহুর্ত্বে বলা খুবই মুশকিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here