কেশবপুরে এক প্রতিবন্ধীর সম্পত্তি থেকে অবৈধভাবে বালি উত্তোলন

0
428

উৎপল দে,কেশবপুর:যশোরের কেশবপুরে এক প্রতিবন্ধীর জমি থেকে জোর পূর্বক অবৈধ ভাবে ম্যাশিন দিয়ে ১৫ লক্ষ টাকার বালি উত্তোলন করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় তাছলিমা বেগম কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বসুন্তিয়া ৪৮ মৌজার আর.এস খতিয়ান- ৬৪, আর.এস দাগ- ১৩৪১ রামকৃষ্ণপুর গ্রামের প্রতিবন্ধী রিজাউল ইসলাম গাজীর ৭৮ শতক জমি থেকে একই গ্রামের মৃত জামির আলী গাজীর ছেলে হাবিবুর ও মাসুম বিল্লাল মিলে জোর পূর্বক অবৈধ ভাবে গত ৪ বছর ধরে গায়ের জোরে ম্যাশিন দিয়ে প্রায় ১৫ লক্ষ টাকার বালি উত্তোলন করে বিক্রিত অর্থ আত্মসাত করেছে। তাছলিমা বেগম সাংবাদিকদের জানান, আমার স্বামী প্রতিবন্ধী হওয়ায় সে কোন প্রতিবাদ করতে পারেনা। আমি তার স্ত্রী হিসাবে দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবে বালি উত্তোলন ও বিক্রির প্রতিবাদ করলে বালি হাবিবুর ও মাসুম বিল্লাল আমাকেসহ আমার পরিবারকে বিভিন্ন কায়দায় ভয়ভীতি হুমকী ধামকি অব্যাহত রেখেছে। এছাড়া গায়ের জোরে অবৈধ অর্থের দাপটে স্থানীয়সহ বিভিন্ন পর্যায়ের নেতাদের ম্যানেজ করে ক্ষমতার প্রভাব খাটিয়ে এখনও পর্যন্ত ওই সম্পত্তি থেকে বালি উত্তোলন করে চলেছে। তাছলিমার দাবি অবৈধ ভাবে আমার সম্পত্তি থেকে বালি উত্তোলনের হাত থেকে রেহায় পেতে উধ্বতন কর্তৃপক্ষে হস্তক্ষেপ কামনা করেছেন। এব্যাপারে হাবিবুর রহমান সাংবাদকদের জানান, বিষয়টি নিয়ে শনিবারে স্থানীয় পর্যায় বসাবসির দিন ধার্য হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here