যশোর নার্সিং ইনস্টিটিউট নিয়ে বেরিয়ে এসেছে অজানা কাহিনী

0
539

এম আর রকি : যশোর নার্সিং ইনস্টিটিউটে কর্মরত চার নার্সিং ইনস্ট্রাক্টরের বিপক্ষে অবস্থান নেওয়া দুই নার্সিং ইনস্ট্রাক্টর নিজেদের রক্ষার কাজে অতি ব্যস্ত হয়ে পড়েছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকালে নার্সিং ইনস্টিটিউটে কর্তব্য পালনে ফাঁকি দিয়ে যশোর কোতয়ালি মডেল থানায় সাধারণ ডাইরীভূক্ত করেছে। তাছাড়া, যশোর নার্সিং ইনস্টিটিউটে নার্সিং ইনস্ট্রাক্টরের দায়িত্ব পালন নিয়ে খুকু বিশ্বাসের বিরুদ্ধে বেরিয়ে এসেছে অজানা কাহিনী। তিনি নড়াইল জেলার সদর উপজেলার বাকলী গ্রাম থেকে প্রতিদিন দায়িত্ব পালন নিয়ে বেরিয়ে এসেছে অজানা কাহিনী। যশোর নার্সিং ইনস্টিটিউট থেকে ৪০ কিলোমিটার দূরে নড়াইল জেলা সদরের বাকলী গ্রামের অবস্থান। কর্মস্থল থেকে দূরত্ব হিসাব করলে প্রতিদিন খুকু বিশ্বাস নার্সিং ইনস্টিটিউটে দায়িত্ব পালন করেন কিভাবে। সূত্রগুলো বলেছে,ছাত্রী সেবিকাদের ক্লাস নেওয়ার ক্ষেত্রে খুকু বিশ্বাসের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। তিনি যথা সময়ে কর্মস্থলে হাজির হতে পারেন না। প্রতিদিন কর্মস্থলে যে সময়ে হাজির হওয়ার কথা খুকু বিশ্বাস তার উল্টো অবস্থানে রয়েছেন। তার জন্য তিনি নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ সেলিনা ইয়াসমিনের সাথে সম্পর্ক রেখে প্রশিনার্থী ছাত্রী সেবিকাদের পাঠদানে গরমিল কর্মকান্ড চালিয়ে আসছেন। তিনি নির্মল কান্তি অধিকারীর স্ত্রী। স্বামীর বাড়ি বাকলী গ্রামে। সেখান থেকে তিনি প্রতিদিন তার কর্মস্থলে আসেন শুধু মাত্র কাগজ কলমে। সূত্রগুলো জানিয়েছেন,খুকু বিশ্বাস ও তার সহযোগী সহকর্মী নার্সিং ইনস্ট্রাক্টর যশোরের বাঘারপাড়া উপজেলার ঘোড়ানাজ এগার খান গ্রামের আনন্দ মোহন বিশ্বাসের স্ত্রী বিভূ রানী রায়কে সাথে নিয়ে নিজেদের রক্ষার জন্য সকালে যশোর কোতয়ালি মডেল থানায় হাজির হন। তারা বিবাদী হিসেবে একই কর্মস্থলে দায়িত্বরত নার্সিং ইনস্ট্রাক্টর সরমিন সুলতানা পারভীন,আফরোজা খাতুন,খ্রীষ্টিনা সুমিত্রা বিশ্বাস ও মোছাঃ রোকেয়া খানমের বিরুদ্ধে দায়েরকৃত সাধারণ ডাইরীতে আবেদন জানিয়েছেন, উল্লেখিত আসামীরা খুকু বিশ্বাস ও সহযোগী সহকর্মী বিভূ রানী রায়কে নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ সেলিনা ইয়াসমিনের দূর্নীতির সহযোগী হিসেবে আমরা দু’জন সহায়তা করি এমন মিথ্যা দোষারোপ করে আমাদের দু’জনের বিরুদ্ধে ভিত্তিহীন ঘটনা সাজাইয়া বিবাদীরা যশোরের একটি পত্রিকায় জিডি করার সংবাদ প্রকাশ করেছেন। ঠাকুর ঘরে কে রে আমরা কলা খাইনা। তেমনই আমরা দু’জনে ওই বিষয়ে কিছুই জানিনা এবং বিবাদীরা ভিত্তিহীন ঘটনা সাজিয়ে সংবাদ পত্রে ভূয়া খবর প্রকাশ করে আসছে বলে সাধারণ ডাইরীতে উল্লেখ করেন। এক স্থানে সেলিনা ইয়াসমিনের দূর্নীতির সহযোগী হিসেবে সহায়তা করার কথা অস্বীকার করেছেন। তাহলে কি সেলিনা ইয়াসমিন দূর্নীতি কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন এমন তথ্য প্রকাশ পান না খুকু বিশ্বাস ও তার সহযোগী বিভূ রানী রায়ের প্রতিবাদে। শুধু তাই নয় উক্ত চার নার্সিং ইনস্ট্রাক্টরকে ষড়যন্ত্রসহ মিথ্যা সংবাদ সরবরাহ থেকে বিরত হতে বললে তাদের কর্মস্থলে আসা যাওয়ার প্রাক্কালে হুমকী ধামকীর এক পর্যায় নিরাপত্তাহীনতার মধ্যে ভূগছে। বর্তমানে খুকু বিশ্বাস ও তার সহযোগী সহকর্মী বিভূরানী রায় চরম ভীত সন্ত্রস্ত হয়ে পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে সাধারণ ডাইরী করেছেন। কোতয়ালি মডেল থানার সাধারণ ডাইরী নং ২৯৮ তারিখঃ০৬/০২/১৮ ইং। উক্ত সাধারণ ডাইরী তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য কোতয়ালি মডেল থানার এসআই সহিদুল ইসলামকে দায়িত্ব দিয়েছেন অফিসার ইনচার্জ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here