যশোর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদকসহ ২০ দলীয় ঐক্য জোটের ২০ জনের নামে মামলা, গ্রেফতার-১

0
454

বিশেষ প্রতিনিধি : সোমবার রাতে শহরের আরএনরোডস্থ মদিনা অটোস এর সামনে নাশকতা মূলক কর্মকান্ড ঘটানোর অভিযোগে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু,সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ ২০ দলীয় ঐক্য জোটের ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০/৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ সময় শহরের ঘোপ জেলরোডস্থ মৃত আব্দুল হালিমের ছেলে টায়ার ব্যবসায়ী মকছেদ আলী ওরফে মুন লাইটকে গ্রেফতার দেখিয়েছে। যশোর সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত এটিএসআই সেলিম বাদি হয়ে মঙ্গলবার দুপুরে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার আসামীরা হচ্ছে, মকছেদ আলী,শহরের ধর্মতলা মোড়ের মৃত এ্যাডভোকেট গোলাম মোস্তফার ছেলে দেলোয়ার হোসেন খোকন,শহরের ওয়াবদা মোড় মহিলা কলেজের পাশে মৃত আইয়ূব উদ্দিনের ছেলে গোলাম রেজা দুলু, উপশহর সেক্টর-২ বাসা নং ৪৫ এর মৃত এসএম হকের ছেলে সাবুরুল হক সাবু,এইচ এম এম রোডের মৃত নজরুল ইসলামের ছেলে মারুফুল ইসলাম মারুফ,মিশন পাড়ার মৃত আক্তার আহম্মেদ সিদ্দিকীর ছেলে মনির আহম্মেদ সিদ্দিকী ওরফে বাচ্চু,লাল দিঘীর পাড়ের মৃত জহুরুল হক ওরফে চুয়া মিয়ার ছেলে এহসানুল হক মুন্না,ঘোপের মৃত ইয়াকুব আলীর ছেলে বেড়ে মারুফ,জেল রোড মুচি পাড়ার মৃত শহিদ কসাইয়ের ছেলে কামাল হোসেন,জেলরোড বেলতলার লাবু, একই এলাকার মৃত বক্কার আলীর ছেলে কাজল,চুড়িপট্টির হাসিব,কমদতলার বুল্লা,চুড়িপট্টির মৃত নয়ন চৌধুরীর ছেলে রাজিবুল হাসান মুল্লুক চাঁন,চুড়িপট্টির তারেক সিদ্দিকীর ছেলে রায়হান সিদ্দিকী,ঘোপ জেলরোডের আনোয়ার হোসেন, একই এলাকার মৃত হযরত ব্যাপারীর ছেলে ভেড়া বাবু,চুড়িপট্টির রকি,খালদার রোড নিকারী পাড়ার সালাউদ্দিনের ছেলে আজগার ও চট্টগ্রাম জেলার হাট হাজারী উপজেলার আমান বাজার খলিল সরদারের বাড়ির বর্তমানে যশোর শহরের বেজপাড়া কবরস্থানের পাশে আব্দুর রহমানের বাড়ির ভাড়াটিয়া খায়রুল বাশারের ছেলে শফিউল বাশার রনিসহ অজ্ঞাতনামা ৩০/৪০জন। এ সময় ঘটনাস্থল থেকে নাশকতা কর্মকান্ড ঘটানোর ২টি টায়ার পুড়া অংশ,বিস্ফোরিত বোমার ২ টুকরো,৮টি লোহার জ্বালের কাটি,৫টি কাঁচের মার্বেল,৩ টুকরো ছেড়া কালো কসটেপ অংশ বিশেষ ও ১০টি বাঁশের লাঠি জব্দ করেন। বাদি তার দায়েরকৃত এজাহারে বলেছেন, গ্রেফতারকৃত ও পলাতক আসামীরা ২০ দলীয় ঐক্য জোটের নেতাকর্মী ও সমর্থক। তারা গনতান্ত্রিক সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার কাজে ষড়যন্ত্রে লিপ্তর এক পর্যায় উল্লেখিত স্থানে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মতিউর রহমানকে জানালে উক্ত কর্মকর্তাসহ একদল পুলিশ রাত ৯ টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩/৪টি বোমার বিস্ফোরণ ঘটাইয়ে দৌড়ে পালাবার চেষ্টা করে। এ সময় মকছেদ আলীকে গ্রেফতার করতে সক্ষম হলে সহযোগীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে থেকে উল্লেখিত আলামত জব্দ করে।বোমার বিস্ফোরণ ঘটনাসহ বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত মকছেদ আলীকে মঙ্গলবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here