কেশবপুরে মাছের ঘের নিয়ে সংঘর্ষের আশঙ্কা

0
438

কেশবপুর প্রতিনিধি : যশোরের কেশবপুরের চাতরা বিলের বড় ঘেরের প্রকৃত মালিকদের মতামতকে উপেক্ষা করে ঘের দখলের প্রস্তুতি নিচ্ছে একটি মহল। এ ঘটনায় গোটা গড়ভাঙ্গা এলাকাজুড়ে উত্তেজনা দেখা দিয়েছে। এলাকাবাসি জানান, এ মুহুর্ত্বে ব্যবস্থা নেয়া না হলে সংঘর্ষে রুপ নিতে পারে।
জমির মালিক বেলকাঠি গ্রামের আশরাফুল আলম জানান, চাতরা বড় ঘের অভ্যন্তরের ২৭০ বিঘা জমির ভিতর ১শ৮০ বিঘা জমির মালিক তাকে ডিড করে দেন। অপরদিকে সাগরদত্তকাঠি গ্রামের পলাশ বৈরাগীকে ১৭ জন জমির মালিক ডিড করে দিয়েছে বলে দাবি জানিয়ে আসছে। যা নিয়ে আশরাফুল ্অলম ১৯ এপ্রিল বিজ্ঞ আদালতে ১৪৪ ধারার আবেদন করেন যার নম্বর ৫২৪/২০১৮ সহ স্থানীয় চেয়ারম্যানের দফতরে জানান। বিষয়টি এক পর্যায়ে থানা পুলিশ পর্যন্ত গড়ালেও তার কোন সুরাহা হয়নি। সেখানেও আশরাফুল আলমের পক্ষে জমির মালিকরা স্বাক্ষর সম্পাদন করেন। পলাশ বৈরাগী অধিকাংশ জমির মালিকদের মতামতকে উপেক্ষা করে গায়ের জোরে মাছের ঘের দখলের প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ। আশরাফুল আলম জানান, ঘেরটি তিনি দীর্ঘ ৫ বছর যাবৎ চাষাবাদ করে আসছেন। যার মেয়াদ রয়েছে ১৪২৫ সালের ৩০ জৈষ্ঠ্য পর্যন্ত। এবং ডিডের মেয়াদ শেষ হওয়ার পুর্বে তিনি ১৮০ বিঘা জমির মালিকদের সাথে নুতন করে ঘের চাষাবাদ করার জন্য চুক্তিবদ্ধ হন। এরই মাঝে পলাশ বৈরাগী মাত্র ১৭জন জমির মালিকের সন্মতি নিয়ে দখলে থাকা মাছের ঘেরটি জোরপুর্বক দখলে নেয়ার প্রচেষ্টা চালিয়ে আসছে। মেয়াদ থাকা সত্বেও তারা বহিরাগতদের এনে যে কোন সময় তার দখলে থাকা মাছের ঘেরটি দখলে নেয়ার তোড়জোড় করে চলেছে । বিজ্ঞ আদালত কেশবপুর থানাকে ১৪৪ ধারার বিষয়ে তদন্ত পুর্বক প্রতিবেদন দাখিলের জনর‌্য নির্দেশ প্রদান করলে এস আই শেখ মাহাফুজার রহমান তদন্ত শেষে গত ২৬ মে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করেন। যাতে আগামি ৩০ শে জৈষ্ঠ পৃর্যন্ত আশরাফুল আলমের চুক্তি নামা রয়েছে উল্লেখ করেন। সিংহভাগ জমির মালিকদের মতামতকে উপেক্ষা করে জবর দখলে যাওয়ার প্রস্ততি নিলে যে কোন মুহুর্ত্বে সংঘর্ষ শুরু হতে পারে বলে জমির মালিকরা জানান। এ বিষয়ে পলাশ বৈরাগীর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে না পাওয়ায় বক্তব্য প্রকাশ করা সম্ভব হয়নি। এ ব্যাপারে পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাপম মুকুল জানান, আশরাফুল আলমকে সিংহভাগ জমির মালিক মাছের ঘেরের ডিড করে দিয়েছে। এখন যদি কেউ অন্যায়ভাবে মাছের ঘের দখলে নেয়ার চেষ্টা চালায় সেটা হবে দুঃখজনক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here