কেশবপুরে সুদে কারবারী ও রেলওয়েতে কর্মরত আব্দুল্লাহ তপুর বিরুদ্ধে নির্যাতিত ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

0
316

কেশবপুর প্রতিনিধি : সোমবার সকালে কেশবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে শহরের ব্যবসায়ী স্টিফেন বিশ্বাস জানান সুদখোরের চক্রবৃদ্ধিও সুদেও টাকা পরিশোধে ব্যর্থ হয়ে তার মতো অনেকেই বিপাকে পড়েছেন। লিখিত বক্তব্যে তিনি আরও জানান, ব্যবসায়ীদেও দেয়া ব্লাঙ্ক স্ট্যাম্প ও চেক সুদে কারবারী যথেচ্ছা ব্যবহার করে তাদেও নিকট থেকে সুদের চক্র বৃদ্ধিও টাকা আদায়ে একর পর এক মানষিক চাপ ও হুমকী দিয়ে চলেছেন। অনেক ক্ষেত্রে পাওনা টাকা পরিশোধ করার পরও ব্লাঙ্ক চেক ফেরৎ না পাওয়ায় থানা পুলিশের মাধ্যমের চেক উদ্ধার করার ঘটনা ঘটেছে। কেশবপুর উপজেলা শহরের ব্যবসায়ী বালিয়াডাঙ্গা গ্রামের বাবুরাম বিশ্বাসের ছেলে ফাস্ট চয়েজ গার্মেন্টস মালিক স্টিফেন বিশ্বাস তার ব্যবসায়ীক প্রয়োজনে শহরের অপর বিকাশ ব্যাঙ্কিং এর এজেন্ট ও বাংলাদেশ রেলওয়ের কর্মচারী ভোগতি নরেন্দ্রপুর গ্রামের নওশের আলীর ছেলে এস এম আব্দুল্লাহ তপু নিকট থেকে ব্লাঙ্ক চেক দিয়ে দেড় লাখ টাকা গ্রহণ করে। সে সময় শর্ত থাকে যে দেড় লাখ টাকায় তাকে প্রতিমাসে ১৫ হাজার টাকা লভ্যাংশ দিতে হবে। এ টাকা ফেরৎ দিতে আড়াই মাস পর স্টিফেন বিশ্বাস গেলে তাকে তপু সাফ জানাই তার কাছে ২২ লাখ টাকা পাওনা হয়েছে। এ ছাড়া দেয়া ব্লাঙ্ক চেক এর উপর ১০ লাখ টাকা লিখে নিয়ে সোনালী ব্যাঙ্ক কেশবপুর শাখা থেকে চেকটি ডিসঅনার করায়। এর ভিতর স্টিফেন তাকে ১২ লাক টাকা দিয়ে রক্ষা পায়নি দেনার দায় থেকে। বাকি সুদের টাকা আদায়ের জন্য তপু কেশবপুর থানায় অভিযোগ করলে থানা পুলিশ দু পক্ষের নিকট থেকে শোনার পর ডিস অনার চেক ফেরৎ পায় স্টিফেন বিশ্বাস। এ সময় তপুর দাবিকৃত টাকার মধ্যে ১৮/০৪/২০১৯ ইং তারিখে শালিসী গণের মধ্যস্থতায় স্টিফেন বিশ্বাস তাকে ১লাখ ২০ হাজার টাকার একটি চেক দিয়ে পাওনাদি মিটিয়ে নেয়। এবং অভিযোগকারী এস এম আব্দুল্যাহ তপু থানায় আপোষ নামা জমা দেয় । ১ লাখ ২০ হাজার টাকার চেক দেয়ার পরও গত ২৬ জুন একজন আইজিবী স্বাক্ষরিত লিগ্যাল নোটিশে পুণরায় ১০ দিনের সময় দিয়ে ৪ লাখ ৮০ হাজার টাকা পরিশোধ এবং আগামি ৭ জুলাই এর মধ্যে ৪ লাখ টাকা পরিশোধ করার জন্য লিগ্যাল নোটিশ দেয়। বর্তমানে তপুর লাগামহীন সুদের টাকার খপ্পরে পড়ে অনেকেই সর্বশান্ত হয়েছেন । ব্যবসায়ী অমিত সরকার , কম্পিউটার ব্যবসায়ী শহিদ, মারুফ সহ একাধিক ব্যক্তি বিপাকে পড়েছেন। ইতোমধ্যে কম্পিউটার ব্যবসায়ী শহিদ তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। এ ব্যাপারে এস এম আব্দুল্যাহ তপু সাংবাদিকদের জানান, আমি চাকরীর পাশাপাশি বিকাশের ব্যবসা করি। স্টিফেন বিশ্বাসের সাথে লেন দেন মেটেনি। সংবাদ সম্মেলনে এ সময় স্টিফেন বিশ্বাসের সাথে কয়েকজন বিপদগ্রস্থ ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here