কে এই “ডিবি কুপার” ৪৫ বছরেও যার সন্ধান পায়নি মার্কিন গোয়েন্দারা!

0
1328

ম্যাগপাই নিউজ ডেস্ক: ডিবি কুপার বা ড্যান কুপার, নাম শুনলেই এখনও চোখ কপালে তোলেন মার্কিন গোয়েন্দারা৷ কারণ, এই চোরের পাল্লায় পড়ে ঘাম ছুটেছে বহু আমেরিকান রহস্যভেদীর৷ বিশ্বের বড় বড় রহস্য সমাধানে সফল বিখ্যাত গোয়েন্দারাও ফেল করেছে ডিবি কুপার সংক্রান্ত তদন্তে৷ সম্পূর্ণ ব্যর্থ বিশ্ববিখ্যাত FBI গোয়েন্দারাও৷ ব্যর্থ বিশ্বজয়ী মার্কিন সেনাও৷

কে এই ডি বি কুপার বা ড্যান কুপার?
আমেরিকায় একে বলা হত চোরেদের মহারাজ৷ আর এই চোরের পাল্লায় পড়েই নাজেহাল অবস্থা হয়েছিল মার্কিন গোয়েন্দাদেরও৷ একটি বোয়িং ৭২৭ বিমান হাইজ্যাক করার পর মাঝ আকাশে দুই লাখ ডলার সমেত প্যারাশুট নিয়ে প্লেন থেকে ঝাঁপ দেন কুপার। তার পর কী হল, কোথায় গেলেন তিনি, সে রহস্য আজও অজানা।

১৯৭১ সালের ২৪ নভেম্বর আমেরিকার পোর্টল্যান্ড এবং সিয়াটলের মধ্য আকাশে এ ঘটনা ঘটেছিল। উড়োজাহাজ ছিনতাই ও ডলার ছিনতাইয়ের অভিযোগে তাকে খুঁজেছে মার্কিন গোয়েন্দারা। কিন্তু গত ৪৫ বছর ধরে এই চোর ও ছিনতাইকারীকে খুঁজে বের করতে পারে নি মার্কিন পুলিশ ও গোয়েন্দারা৷
প্লেন থেকে প্যারাশুটে টাকা হাতিয়ে সেই যে চম্পট দিল ডিবি কুপার, আর তার নাগাল পায় নি কেউই৷ ৪৬ বছর পরেও সেই গল্প আজও লজ্জায় ফেলে মার্কিন গোয়েন্দাদের৷ ১৯৭১ সালের ২৪ নভেম্বর এর পরে ড্যান কুপারকে আর কেউ দেখে নি৷ তবে ৪৫ বছর ধরে হাল ছাড়েনি FBI গোয়েন্দারা৷ আমেরিকার পোর্টল্যান্ড থেকে সিয়াটল তন্ন তন্ন করে খুঁজে, কাগজে বিজ্ঞাপণ দিয়ে, ছবি ছাপিয়েও তারা নাগাল পায় নি কুপারের৷

মার্কিন গোয়েন্দাদের নাকের ডগা দিয়ে যেন উধাও হয়ে যায় ড্যান কুপার৷ গত বছর পর্যন্ত তারা খুঁজেছে সেই চোরকে৷ শেষ পর্যন্ত ২০১৬ র জুলাইয়ে ৪৫ বছর পরে হাল ছেড়ে দেয় FBI। বুঝতে পারে আর চেষ্টা করে লাভ নেই৷ পৃথিবী থেকে যেন উরে গেছে ড্যান কুপার৷ শেষ পর্যন্ত হার স্বীকার করে নেয় মার্কিন গোয়েন্দা ও মার্কিন সেনা৷

হাঁ, ড্যান কুপার নামেই বিমানে ওঠে সেই বিশ্ববিখ্যাত চোর৷ প্লেন হাইজ্যাক করে, তারপর ২ লাখ ডলার নিয়ে প্যারাশুট পরে প্লেন থেকে ঝাঁপ মারে৷ ব্যাস, আর কেউই তার সন্ধান পায় নি কোনদিন৷ কতরকম ভাবে ড্যান কুপারের খোঁজ করেছে মার্কিন পুলিশ, গোয়েন্দা এমনকি মার্কিন সেনাও৷ যেভাবে বিমান থেকে প্যারাশুট পড়ে ঝাঁপ দেয় কুপার ঠিক সেই ভাবেই সেই বিমান থেকে সেই স্থানেই কুপারের ওজনের জিনিসপত্র প্যারাশুটে ফেলে অনুসন্ধান করে মার্কিন গোয়েন্দা ও সেনা৷ কিন্তু পরীক্ষা মত এলাকায় চিরুনি তল্লাশী করেও খোঁজ পাওয়া যায় নি কুপারের৷ যেন কপ্পুরের মতই উরে যায় চোর ও বিমান ছিনতাইবাজ কুপার৷ সেনাবাহিনী নামিয়ে প্রতিটি এলাকায় তল্লাশী চালায় মার্কিন গোয়েন্দারা৷ কিন্তু ব্যর্থতা ছাড়া কিছুই পাওয়া যায় নি৷

৪৫ বছর ধরে বয়স বাড়লে কুপারকে দেখতে কেমন হবে সেই ছবি ছাপিয়েও তদন্ত করেছে এফবিআই৷ কিন্তু সব ব্যর্থ হয়েছে৷ কুপারের কোন চিহ্নই পাওয়া যায় নি৷

বিমান ছিনতাই আর তারপরে টাকা হাতিয়ে বিমান থেকে প্যারাশুট পড়ে ঝাঁপিয়ে পড়া, পৃথিবীর ইতিহাসে এক রহস্যময় অধ্যায় হিসাবেই চিহ্নিত হয়ে থাকবে ড্যান কুপারের কেস৷ তাকে আর কোনদিন খুঁজে বের করতে পারে নি মার্কিন গোয়েন্দা এমনকি মার্কিন সেনারাও৷ FBI গোয়েন্দাদের ব্যর্থতার ইতিহাস হিসাবে চিহ্নিত হয়ে আছে এই কেস৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here