খুলনার বিদায় ঘণ্টা বাজিয়ে দিল কাপালির সিলেট

0
319

ক্রীড়া ডেস্ক : ৯ ম্যাচের মধ্যে জয় মাত্র ৩টি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের দশম ম্যাচে হারলেই টুর্নামেন্ট থেকে কার্যত ছিটকে যেত সিলেট সিক্সার্স। কঠিন সমীকরণের ম্যাচে ব্যাটে-বলে দারুণ মুন্সিয়ানা দেখিয়েছে অলক কাপালির দল। ব্যাট হাতে ব্যাটসম্যানদের দাপটের পর বল হাতে ছড়ি ঘুরিয়েছেন বোলাররা। শেষ পর্যন্ত খুলনা টাইটান্সকে তারা হারালো ৫৮ রানে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৯৫ রানের বিশাল টার্গেট ছুড়ে সিলেট। জবাবে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১১ বল বাকি থাকতেই গুটিয়ে যায় খুলনার ইনিংস। গুটিয়ে যাওয়ার আগে স্কোরকার্ডে ১৩৭ রান জমা করে তারা।

দলীয় ২৭ রানে ফেরেন ওপেনার জুনায়েদ সিদ্দিকী। ব্রেন্ডন টেইলর কিছুটা লড়াই চালিয়ে গেলেও তা মোটেও যথেষ্ঠ ছিল না।
মিডল অর্ডারে রিয়াদ এবং আরিফুল হকরা ব্যর্থ হলে পরাজয় নিশ্চিতই হয়ে যায়। যা আর বদলাতে পারেননি ডেভিড ওয়াইসি, ইয়াসির, তাইজুলরা। শেষ পর্যন্ত ১১ বল বাকি থাকতেই ১৩৭ রানে অলআউট হয়ে যায়।

এর আগে লিটন দাস, আফিফ হোসেন এবং সাব্বির রহমানের ব্যাটে ভর করে ১৯৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায় সিলেট।

খুলনা টাইটান্সকে ৫৮ রানে হারিয়ে শেষ চারের আশা বাঁচিয়ে রেখেছে সিলেট। অন্যদিকে সিলেটের বিপক্ষে এই হারে টুর্নামেন্ট থেকে পুরোপুরি ছিটকে গেল মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here