খুলনা-৬ আসনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির ১৮ প্রার্থীর দলীয় মনোনয়ন সংগ্রহ

0
661

আওয়ামী লীগ-১৪, বিএনপি-২ ও জাতীয় পার্টি-২
বাবুল আক্তার ঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ পাইকগাছা-কয়রা থেকে সোমবার পর্যন্ত বৃহৎ ৩টি দল থেকে ১৮জন সম্ভাব্য প্রার্থী তাদের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। যার মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের ১৪ প্রার্থী, বিএনপি’র ২ প্রার্থী ও জাতীয় পার্টি থেকে ২ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। আওয়ামী লীগের ১৪ প্রার্থীর মধ্যে রয়েছেন, বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, সাবেক সংসদ সদস্য এ্যাডঃ সোহরাব আলী সানা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকতারুজ্জামান বাবু, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার মাহবুবর রহমান, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ মোহাঃ শেখ শহীদ উল্লাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল, বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ মাওলা, কেন্দ্রীয় ওলামা লীগনেতা আলমগীর হোসেন, সাবেক জেলা ছাত্রলীগনেতা কামরুল ইসলাম ও কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাহারুল ইসলাম। বিএনপি থেকে যে ২ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন তারা হলেন, খুলনা জেলা বিএনপি’র সভাপতি এ্যাডঃ শফিকুল আলম মনা ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক। অপরদিকে জাতীয় পার্টি থেকে যে ২ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন তারা হলেন, জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু ও উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোস্তফা কামাল জাহাঙ্গীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here