গঙ্গানন্দপুর ইউনিয়ন একাদশকে হারিয়ে ৩-০ গোলে গদখালী ইউনিয়ন বিজয়ী

0
642

ঝিকরগাছায় উপজেলা প্রশাসন কাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৭

কামারুজ্জামান কামাল ,ঝিকরগাছা : ঝিকরগাছায় ’উপজেলা প্রশাসন কাপ ফুটবল টুর্ণামেন্টে’ গঙ্গানন্দপুর ইউনিয়ন একাদশকে হারিয়ে ৩-০ গোলে গদখালী ইউনিয়ন বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে। খেলার শুরুতে দফায় দফায় তীব্র আক্রমণের মূখে পড়ে গঙ্গানন্দপুর ইউনিয়ন একাদশ। মারমূখি আক্রমনের প্রথমার্ধের খেলার উভয় দল গোলশুন্য ড্র থাকলেও দ্বিতীয়ার্ধের ১ম মিনিটেই আচমকা আক্রমণে গদখালী ইউনিয়নের ১১ নং জার্সিধারী শক্তিমান ফরোয়ার্ড খেলোয়াড় লালচাঁদের নৈপূর্ণ একটি দুরন্ত সটে বল প্রতিপক্ষের লক্ষ ভেদে ১-০ গোলে এগিয়ে যায়। দর্শক পরিপুর্ণ উত্তেজনাকর এ খেলার ১০ মিনিটের মাথায় একই দলের ৪১ নং জার্সিধারী বদলী খেলোয়াড় রকি তার লম্বা সর্টে ২য় গোলটি করেন। খেলার ১৬ মিনিটের মাথায় পেনাল্টি সর্টে একই দলের ৫ নং জার্সিধারী খেলোয়াড় হাসান আলীর করা গোলে গদখালী ইউনিয়ন ৩-০ গোলের ব্যবধানে রেফরি জিল্লুল রহমান নির্ধারিত সময় শেষে বিজয়ী ঘোষনা করেন। ৬ষ্ঠ দিনের আকর্ষনীয় ও উত্তেজনাপূর্ণ এই খেলা ফুটবল প্রেমী দর্শকরা দারুন উপভোগ করেন। এদিন স্বাগতিক ঐতিহ্যবাহি বিএম হাইস্কুল মাঠের চতুরপাসসহ আশপাশের ভবন ও যশোর-বেনাপোল মহাসড়ক সংলগ্ন এলাকায় উৎসুক দর্শনার্থীদের উপচেপড়া ভিড় ছিল লক্ষ্যনিয়। কোথায় যেন তিলধারণের ঠাঁই ছিল না। গোলের আনন্দে উৎসুক ক্রীড়ামোদি দর্শক মূর্হূমূর্হূ শ্লোগানে বিজয়ীদলকে সমর্থন জানাই।বুধবার বিকাল ৪টায় ঐতিহ্যবাহি ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে পঞ্চম দিনের এই খেলা নির্ধারিত সময়ে শুরু হয়। এদিন দূ’দলের ৫জন খেলোয়ারকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন রেফরী জিল্লুর রহমান । খেলায় সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন, বশির আহম্মেদ,মিজানুর রহমান ও আবু হাসান । পৌর মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া পরিষদের সাধারন সম্পাদক মুছা মাহমুদ, জেলা পরিষদের সদস্য ইকবাল আহমেদ রবি, ঝিকরগাছাসদর ইউপি চেয়ারম্যান আমির হোসেন, গদখালী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, বিশিষ্ঠ ক্রীড়ানুরাগী উবাইদুর রহমান উবা, মোস্তাফিজুর রহমান কামাল, সাজ্জাদুল আলম, আজাহার আলী, ইলিয়াস মাহমুদ, স্পোটস ক্লাবের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, ক্রীড়া সম্পাদক শাহাদত হোসেন, সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়ার মোস্তাফিজুর রহমান মুন্না, ফিরোজ জামান তুলি। খেলার ধারাভাষ্যে ছিলেন সাবেক ফুটবলার ডা, হাসান আলী, আরশাফুজ্জামান বাবু, সাদ আমিন রনি প্রমূখ। খেলার স্পন্সর করেন ইটভাটা মালিক সমিতি, ভেনাস অটো ও রানার অটো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here