গীর্জার ও স্কুলের সামনে মন্দির নির্মাণের প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত

0
363

বিশেষ প্রতিনিধি: যশোর সদরের রামনগরে দ্যা স্যালভেশন আর্মি পরিচালিত একটি গীর্জা ও স্কুলের সামনে মন্দির নির্মাণের প্রতিবাদে সোমবার দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দ্যা সালভেশন আর্মি চার্চের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন চার্চের মেজর গ্যাবরিয়েল শ্যামল দেউড়ী, দ্যা সালভেশন আর্মির ব্যবস্থাপক শংকর কুমার নন্দী, আসাদুজ্জামান, শ্যামল কান্তি সরকার, প্রণব ধর, মনিরা পারভীন প্রমুখ। মানববন্ধনে তারা বলেন, রামনগরে তাদের দীর্ঘদিন ধরে তাদের চার্চ ও একটি স্কুল রয়েছে। তার পাশেই রয়েছে সরকারি রাস্তা। এখন গীর্জা ও স্কুল থেকে বের হওয়ার পথের পাশেই সরকারি জায়গায় একটি মহল অস্থায়ী মন্দির নির্মাণ করেন। বাঁধা দিলে তারা তা মন্দির সরিয়ে নেবেন এবং অস্থায়ী ভাবে তারা পুজা করার জন্য এটা তৈরি করছে জানায়। এখন মন্দির সরানো দুরের কথা তারা স্থায়ী ভাবে সেখানে মন্দির নির্মাণ করছে। এতে তাদের স্কুলে ও চার্চে যাওয়া আসার সমস্যা হচ্ছে। মানববন্ধন থেকে অচিরেই মন্দির সরিয়ে নেয়ার আহবান জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here