গুড়া দুধের উপর শুল্ক কমানোর প্রতিবাদে যশোরে মানববন্ধন

0
402

বিশেষ প্রতিনিধি : চলতি অর্থ বছরের বাজেটে ভর্তূকি প্রাপ্ত দেশগুলো থেকে আমদানিকৃত গুড়ো দুধের উপর শুল্ক কমানোর প্রতিবাদে যশোরে মানববন্ধন হয়েছে। মানববন্ধন থেকে ভূর্তিকির দাবিতে দেশিয় দুগ্ধ শিল্প রক্ষায় ৬ দফা দাবি তুলে ধরা হয়।
রোববার দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে গো-পালন সমিতি ও বাংলাদেশ ডেয়রী ফার্মারস এসোসিয়েশন এর আয়োজন করে। এসময় বিভিন্ন ফার্মের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য রাখেন মফিজুর রহমান খান, জয়নাল আবেদীন, রিয়াজ মাহমুদ খান প্রমুখ।
এসময় বক্তারা বলেন দেশে প্রতি বছর প্রায় দেড় কোটি টন তরল দুধের চাহিদা রয়েছে। এই চাহিদার বিপরীতে ২০১৬-১৭ অর্থ বছরে উৎপাদন হয় ৯২.৮৩ লাখ টন দুধ। তবে এখনও ঘাটতি থাকছে ৫৭.১৭ লাখ টন। দেশে দুধ উৎপাদনে নিবন্ধিত খামার রয়েছে প্রায় ১ লাখ। এসব খামারের প্রতিটিতে ৫ থেকে ২০ জন পর্যন্ত মানুষের কর্মসংস্থান হচ্ছে। এছাড়া বিভিন্ন অঞ্চলে পরিবারভিত্তিক ছোট নিবন্ধিত খামারও রয়েছে। এসব খামারে কর্মসংস্থান হচ্ছে প্রায় ২০ লাখ মানুষের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here