যশোরে যুবলীগ নেতা লিটন হত্যা মামলার সাথে জড়িত সন্দেহে দুই শাকিলসহ চারজন গ্রেফতার

0
458

বিশেষ প্রতিনিধি : ২২ জুন রাতে শহরের ঘোপ সেন্ট্রাল রোডে যুবলীগ আঞ্চলিক অফিসের ভিতরে যুবলীগের সাবেক নেতা আরাফাত মুনাফ লিটন খুনের সাথে জড়িত অভিযোগে আরো চারজনকে মামলার তদন্তকারী কর্মকর্তা গ্রেফতার করেছেন। এ নিয়ে এজাহার নামীয় দুই সহোদরসহ ছয়জন গ্রেফতার হলো। গ্রেফতারকৃতরা হচ্ছে,দুই শাকিল ও দু’জন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আমিরুজ্জামান জানান,রোববার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে শহরের ঘোপ জেলরোড বাইলেন লিচুবাগানের এক বাড়িতে অভিযান চালায়। উক্ত বাড়ির বাইরে কক্ষে তালা মারা। পরে বাড়ির অভিভাবকদের মাধ্যমে কক্ষ খুলে দুই শাকিলকে গ্রেফতার করে। তবে গ্রেফতারকৃত এজাহার নামীয় শাকিল ও চশমা শাকিল কিনা যাচাই বাছাই করা হচ্ছে। এছাড়া,ওই এলাকা থেকে আরো দুজনকে গ্রেফতার করা হয়। তারা এই হত্যাকান্ডের জড়িত কিনা তা খতিয়ে দেখা হবে বলে তিনি জানান। অপরদিকে,যুবলীগ নেতা আরাফাত মুনাফ লিটন হত্যা মামলার এজাহার নামীয় দুই আসামী সদর উপজেলার চাঁচড়া মধ্য পাড়ার মনাজাতের ছেলে এমএকে কাশেম ও তার সহোদর সোহরাব হোসেন বেড়েকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করে। বিজ্ঞ আদালতের বিচারক আজ সোমবার তাদের রিমান্ডের শুনানীর দিন ধার্য্য করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here