যশোর শহরের ছিনতাইকারীদের হাতে অডিটর চন্দন কুমার ঘোষ খুনের সাথে জড়িত শুভর আদালতে জবানবন্দি প্রদান

0
523

এম আর রকি : গত বুধবার ২০ জুন ভোর রাতে যশোর শহরের রেলরোডস্থ আদ-দ্বীন হাসপাতালের অদূরে ছিনতাইকারীদের হাতে গ্যারিসন ইঞ্জিনিয়ারিং (বিমান) বাহিনীর অডিটর (ইউএ) চন্দন কুমার ঘোষ খুনের সাথে জড়িত হাসিবুর রহমান শুভকে পুলিশ গ্রেফতার করেছে। সে গতকাল রোববার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক আকরাম হোসেনের সামনে স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবান বন্দি দিয়েছে। জবানবন্দিতে সে ছাড়াও তার সাথে যে তিনজন ছিল তাদের নাম প্রকাশ করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালি মডেল থানার এসআই অরুন কুমার দাস জানান,শনিবার দিবাগত গভীর রাতে চন্দন কুমার ঘোষ খুনের সাথে জড়িত শহরের বেজপাড়া গুলগুল্লার মোড়ের আব্দুল হালিমের ছেলে হাসিবুর রহমান শুভকে গ্রেফতার করা হয়। এর আগে শহরের বেজপাড়া তালতলা মোড়ের মৃত আলাউদ্দিনের ছেলে নিশাতকে গ্রেফতার করে। হাসিবুর রহমান শুভ গ্রেফতার হওয়ার পর প্রথমে এ ঘটনার ব্যাপারে কিছু বলতে পারেনা বলে পুলিশকে জানালেও পরে সে নিজেই পুলিশের কাছে স্বেচ্ছায় বলে গত ২০ জুন ভোর রাতে তার সাথে কারা ছিল। সে আদালতে জবানবন্দি দিতে আগ্রহ প্রকাশ করলে রোববার দুপুরে যশোর কোতয়ালি আমলী আদালতের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক জনাব আকরাম হোসেনের আদালতে শুভকে তোলা হলে সে স্বেচ্ছায় জবানবন্দি প্রদান করে। সে বিচারকের সামনে ঘটনার ভোররাতে রিকশার আরোহী চন্দন কুমার ঘোষকে কিভাবে আক্রমন করে। তার সাথে যারা ছিল তাদের নাম প্রকাশ করে বলেছেন,বেজপাড়া গুলগুল্লার মোড়ের আলী ও শাফিকুল ও মুড়োলীর তানজিম ছিল। কে রিকশা আরোহী চন্দন কুমার ঘোষের ব্যাগ,মোবাইল ফোন,ম্যানিব্যাগ,জুতা টানা হেচড়া করেছে। কে ছুরিকাঘাত করেছে সে ব্যাপারে বর্ণনা দিয়েছে। এসআই অরুন কুমার দাস জানান, নিশাতকে প্রথমে ঘটনার সাথে জড়িত সন্দেহ গ্রেফতার করা হলেও পরবর্তীতে জানা যায় সে জড়িত নয়। তাই তাকে মুক্তি দেওয়া হবে। অপর একটি সূত্রে জানাগেছে,শনিবার গভীর রাতে কোতয়ালি মডেল থানাসহ পুলিশের কয়েকটি দল শহরের বেজপাড়া গুলগুল্লার মোড়,বেজপাড়া তালতলা ও আশপাশ এলাকায় অভিযান চালিয়ে হাসিবুর রহমান শুভ,আলী ও নিশাতকে গ্রেফতার করে। তবে গ্রেফতারের ব্যাপারে রোববার দুপুরে কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক তদন্ত আবুল বাশার মিয়ার কাছে জানতে চাওয়া হলে তিনি গ্রেফতারের ব্যাপারে কিছুই জানেন না বলে জানান। অথচ দায়িত্ব প্রাপ্ত অফিসার ইনচার্জের অগোচরে কোতয়ালি মডেল থানা হাজতে নিশাতের অবস্থান ও হাসিবুর রহমান শুভকে আদালতে হাজির কি করে সম্ভব এমন প্রশ্ন দেখা দিয়েছে। হাসিবুর রহমান শুভর সাথে আলীর গ্রেফতারের ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অরুন কুমার দাস অস্বীকার করেছেন। শুভর জবানবন্দি দেওয়ার সাথে জড়িত আসামীরা যে কোন সময় গ্রেফতার হবে বলে তিনি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here