‘গোলটা কি বাংলাদেশের কোনো ফুটবলারের?’

0
377

ক্রীড়া প্রতিবেদক : পাকিস্তানের বিপক্ষে ১৪-০ গোলের জয়ের ম্যাচে দূরপাল্লার শটে দুর্দান্ত একটি গোল করেছে ডিফেন্ডার আঁখি। বাংলাদেশের মেয়ের পা থেকে আসা এই গোলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ছড়িয়ে পড়েছে

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি গোলের ভিডিও পোস্ট করে এমন ক্যাপশনে লুকানো উচ্ছ্বাস, কিছুটা অবিশ্বাস্যও। বাংলাদেশের এক মেয়ের পায়ে অমন গোল দেখার পর বারবার চোখ কচলাতেই হয়, এটা কীভাবে সম্ভব! গোলটিও তাই ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। অনূর্ধ্ব ১৫ মেয়েদের ফুটবলে পাকিস্তানের বিপক্ষে ১৪-০ গোলের জয়ের ম্যাচে দর্শনীয় গোলটি করেছে বাংলাদেশের ডিফেন্ডার আঁখি খাতুন।

কেমন ছিল বৃহস্পতিবার করা আঁখির সেই গোলটি? এক সতীর্থের কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের বেশ সামনে থেকে প্রতিপক্ষ এক খেলোয়াড়কে ছিটকে ফেলে আরেকটু এগিয়ে যাওয়া। এরপর প্রায় ৪০ গজ দূর থেকে জোরালো শটে সরাসরি জালে। বাংলাদেশ তো অবশ্যই, দক্ষিণ এশিয়ান ফুটবলের প্রেক্ষাপটে অবিশ্বাস্য এক গোল। তাও আবার অনূর্ধ্ব ১৫ টুর্নামেন্টে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার ফুলঝুড়ি ফোটাটাই স্বাভাবিক।

দর্শনীয় গোল করা আঁখি ডিফেন্ডার হলেও নিজ থেকে বিল্ডআপ আক্রমণ গড়তে তার জুড়ি নেই। পাঁচ ফুট ছয় ইঞ্চি উচ্চতার আঁখি সেন্টারব্যাক পজিশনে থেকেই দুই প্রান্ত দিয়ে এরিয়াল পাস খেলে থাকে। নিজের ব্যক্তিগত গোলের আগেই দূরপাল্লার এরিয়াল পাসে তহুরা খাতুনকে দিয়ে করিয়েছে এক গোল। তহুরা শুধু আঁখির পাসে চোখ রেখে বলে মাথা লাগিয়েছে।

শুধু ভুটানের টুর্নামেন্টেই নয়, এর আগে ঢাকায় অনূর্ধ্ব ১৫ সাফেও নিজের যোগ্যতা দেখিয়েছে সিরাজগঞ্জের মেয়ে আঁখি। তার পা থেকে এসেছিল দুটি গোল। তাই ডিফেন্ডার হয়েও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হতে কোনো বেগই পেতে হয়নি। দেখা যাক দেশের গণ্ডি ছড়িয়ে এবার ভুটানের মাটিতে টুর্নামেন্ট সেরা হতে পারে কি না আঁখি?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here