গোল্ডেন প্লাস ফলাফল নয়, গোল্ডেন প্লাস মানুষ গড়তে শিক্ষকদের আত্মনিয়োগ করতে হবে: মনির এমপি

0
593

এম আর মাসুদ : যশোর-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির বলেছেন, বর্তমান সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে যে বিপ্লব ঘটেছে তা ঐতিহাসিক। পূর্বে যারা ইসলামের লেভাযে ক্ষমতায় এসেছিল, তারা মাদ্রাসা শিক্ষকদের যথাযত মূল্যায়ন করেনি। শেখ হাসিনা সরকার শুধু শিক্ষা ক্ষেত্রে নয় সকল বিষয় উন্নয়নের বিপ্লব ঘটিয়েছে। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের গোল্ডেন প্লাস ফলাফল নয়, গোল্ডেন প্লাস মানুষ গড়তে শিক্ষকদের আত্মনিয়োগ করতে হবে। শনিবার ঝিকরগাছার রঘুনাথনগর মাধ্যমিক বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। বিদ্যালয়ের সভাপতি এসএস আহমেদ ফারুক শান্তির সভাপত্বিতে উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন এমপি পতœী ফারজিনা ইসলাম এ্যানি ও আমেরিকা প্রবাসী সুলতান মাহমুদ। বক্তব্য রাখেন রঘুনাথনগর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল ওহাব, আলহাজ্জ লিয়াকত আলী, , প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছরিন আক্তার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান শিক্ষক এসএম হাসানুর বান্না । ১০ লক্ষ টাকা ব্যয়ে আইসিটি মন্ত্রণালয় এই ল্যাব নির্মাণ করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here