যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে সরকারের গত অর্থবছরে২১ কোটি ২৫লাখ টাকা রাজস্ব আদায়

0
550

এম আর রকি : আঞ্চলিক পাসপোর্ট অফিস যশোরে গত অর্থ বছরে পাসপোর্ট সেবা দিয়ে সরকার ২১ কোটি ২৪ লাখ ৭৯ হাজার ২শ’ ৩৭ টাকা রাজস্ব আদায় করেছে। এ সময়ের মধ্যে ৬৬ হাজার ৯শ’ ৪টি আবেদন গ্রহন পূর্বক ৬৩ হাজার ৮শ’ ৫টি পাসপোর্ট বিতরণ করেছে। ওই অফিসের উপ পরিচালক তারিক সালমান এ তথ্য জানিয়েছেন।
আঞ্চলিক পাসপোর্ট অফিস সূত্রে আরো জানাগেছে, বিগত ২০১৭-২০১৮ অর্থ বছরে অত্র অঞ্চলের মানুষকে সেবা দিয়ে সরকার তার কাঙ্খিত রাজস্ব আদায় করতে সক্ষম হয়। গত বছরের জুলাই মাসে ২ কোটি ২৬ লাখ ৩৫ হাজার টাকা,আগষ্ট মাসে ১ কোটি ৮০ লাখ ৯০ হাজার টাকা,সেপ্টেম্বর মাসে ১ কোটি ৭৩ লাখ ৭ হাজার টাকা, অক্টোবর মাসে ২ কোটি ২৮লাখ ৭৮ হাজার টাকা, নভেম্বর মাসে ২ কোটি ৩লাখ ৫৫ হাজার টাকা,ডিসেম্বর মাসে ১ কোটি ৫৫ লাখ ৯৪ হাজার টাকা, চলতি বছরের জানুয়ারী মাসে ১ কোটি ৮৬ লাখ ৪২ হাজার টাকা, ফেব্রæয়ারী মাসে ১ কোটি ৬৩ লাখ ৫ হাজার ১শ’ টাকা, মার্চ মাসে ১ কোটি ৭৬ লাখ ৮৪ হাজার ৪শ’ টাকা, এপ্রিল মাসে ১ কোটি ৭০ লাখ ৪৪ হাজার টাকা, মে মাসে ১ কোটি ৩৯ লাখ ১৯ হাজার ৭শ’ টাকা ও গত মাস জুন এ ১কোটি ২০ লাখ ২৫ হাজার ৩৭ টাকা রাজস্ব আদায় হয়। পাসপোর্ট অফিস সূত্রে জানাগেছে, গত ২৮ জুন বর্তমানে উপ পরিচালক তারিক সালমান ব্রাম্মনবাড়ীয় জেলা থেকে পদোন্নতি নিয়ে যোগদান করেন। তিনি যোগদান করার পর যশোর জেলার নাগরিকদের সেবা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। তিনি পাসপোর্ট সংক্রান্ত কোন বিষয় আলোচনার জন্য তার দপ্তরে হেল্প ডেক্সসহ নানা কার্যক্রম অব্যাহত রয়েছে। নবাগত উপ পরিচালক হিসেবে তিনি যথাযথভাবে দায়িত্ব পালন করছেন। পাসপোর্ট পেতে যাতে কেউ কোন সমস্যার শিকার না হন তিনি সে ব্যাপারে সজাগ দৃষ্টিতে দায়িত্ব পালন করে যাচ্ছেন। উপ পরিচালক প্রতিদিন পাসপোর্ট আবেদন জমা ও পাসপোর্ট পেতে নিয়ম মোতাবেক পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্মচারীদের নির্দেশ দিয়েছেন বলে সূত্রগুলো বলেছে। পাসপোর্ট অফিস এলাকায় দালালের বিরুদ্ধে তিনি সোচ্চার রয়েছেন। পাসপোর্ট প্রত্যাশী নারী পুরুষেরা নিয়ম মোতাবেক কাজগপত্রসহ আবেদন জমা দিলে তা গ্রহন পূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here