চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে যশোরে মানববন্ধন

0
294

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের উপদেষ্টা মাসুদ মাহমুদের উপর হামলার প্রতিবাদে যশোর রোববার বিকেলে যশোর শহরের মুজিব সড়কের প্রেসক্লাব মিলনায়তনে মানববন্ধন পালিত হয়েছে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষকদের ব্যানাে এ মানববন্ধনের আয়োজন করেন। অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নীল দলের যুগ্ম আহবায়ক ড. নাজমুল হাসান, মনিবুর রহমান, কার্যনির্বাহী সদস্য ড. মেহেদী হাসানসহ বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন যবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ্বাস, যবিপ্রবি শিক্ষক সমিতির সহসভাপতি অধ্যাপক ড. সাইবুর রহমান মোল্যা, পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো দেলোয়ার হোসেন, অধ্যাপক ড. সুব্রত মন্ডল, যবিপ্রবির সহকারী প্রক্টর ড. হাসান আল ইমরান, শিক্ষক সমিতির সহ-সাধারণ সম্পাদক ড. প্রকৌশলী আমজাদ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নওশীন আমিন শেখ, কার্যনির্বাহী সদস্য ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ওবায়েদ রায়হান, ইংরেজি বিভাগের প্রভাষক আল-ওয়ালিদ, ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক ফাতেমা সুলতানা, গণিত বিভাগের প্রভাষক দীপা রায় প্রমুখ।
মানববন্ধনে উপস্থিত শিক্ষকরা বলেন, শিক্ষকদের উপর এভাবে হামলা করতে থাকলে এমন সময় আসবে যখন কেউ শিক্ষকতা পেশা বেছে নিবে না। ফলে শিক্ষকদের সম্মান রক্ষায় অবিলম্বে হালমাকারীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানানো মানববন্ধন থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here