চাকুরীর প্রলোভনে গৃহবধূ ও কিশোরীকে ভারতে পাচারের চেষ্টা ॥ এক পাচারকারী গ্রেফতার

0
625

বিশেষ প্রতিনিধি : ভাল বেতনে ঢাকায় চাকুরী দেওয়ার প্রলোভন দিয়ে ভারতে পাচারের অভিযোগে পুলিশ এক গৃহবধূসহ দু’জনকে উদ্ধার করেছে। এ সময় পাচারে অভিযোগে মহিউদ্দিন জমাদ্দার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার দক্ষিণ চর কাজল গ্রামের আব্দুস সোবহান ডাক্তারের ছেলে।
চাঁচড়া ফাঁড়ি পুলিশের এসআই জামাল উদ্দিন জানান,শুক্রবার ১৩ জুলাই রাতে যশোর বেনাপোল সড়কের চাঁচড়া চেকপোষ্ট পাবলিক টয়লেটের সামনে বেনাপোল গামী একটি যাত্রীবাহী তল্লাশী চালালে উক্ত বাসে থাকা পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার ছোট বাইজদা কুড়ালিয়া গ্রামের আনোয়ার খাঁর স্ত্রী ও আবুল কালাম হাওলাদারের মেয়ে মোছাঃ সাথী ওরফে মিষ্টি ও একই জেলার গলাচিপা উপজেলার চর কাজল গ্রামের জাহজাহান হাওলাদারের কিশোরী মেয়ে ফাতিমা ওরফে শিমু (১২) কে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে উক্ত বাসে থাকা পাচারকারী মহিউদ্দিন জমাদ্দার পালানোর চেষ্টাকালে পুলিশ তাকে গ্রেফতার করে। উদ্ধারকৃত সাথী ওরফে মিষ্টি কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন, মহিউদ্দিন জমাদ্দারের সাথে তাদের পরিবারের মা বাবা ও অনেকের পরিচয়। মহিউদ্দিন জমাদ্দার তাদের বাড়িতে আসা যাওয়ার সুযোগে অভাবগ্রস্থ পরিবারের সুযোগে সাথী ও মিষ্টির পরিবারকে জানায় তাকে ঢাকায় ১০ হাজার টাকায় ভাল বেতনে চাকুরী দিয়ে দিবে। মহিউদ্দিনের কথায় রাজী হয়ে গত ১১ জুলাই সকাল ১০ টায় সাথী ওরফে মিষ্টি ও ফাতিমা ওরফে শিমুকে ঢাকায় নিয়ে যাবার উদ্দেশ্যে বাসে তোলে। তাদের দু’জনকে বিভিন্ন স্থানে রেখে মহিউদ্দিন জমাদ্দার দৌলদিয়া ফেরীঘাট থেকে তাদেরকে যাত্রীবাহী তোলে। তাদেরকে যশোরের বাঁগআচড়া এলাকার একটি মোবাইল নাম্বারের লোকের কাছে তুলে দেওয়ার জন্য বাসটি যশোর চাঁচড়া চেকপোষ্ট পাবলিক টয়লেটের সামনে শুক্রবার ১৩ জুলাই রাত ৯ টায় পৌছালে চাঁচড়া ফাঁড়ি পুলিশ বাসটি তল্লাশী শুরু করে। তল্লাশী করার এক পর্যায় দুই নারীকে উদ্ধার করে পাচারকারী মহিউদ্দিন জমাদ্দারকে গ্রেফতার করে। পরে তাদেরকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে মানবপাচার আইনে মামলা রুজু করেন।