যশোরে ৫ কেজি রুপা উদ্ধার ॥ দুই পাচারকারী গ্রেফতার

0
458

বিশেষ প্রতিনিধি : ভারত হতে রুপা পাচার করে দেশে আসার সময় পুলিশ দুই রুপা পাচারকারীকে শনিবার ১৪ জুলাই সকালে গ্রেফতার করেছে। এ সময় তাদের দখল হতে ৫ কেজি (৪ শ’ ৩০ভরি) রোপ্য উদ্ধার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,খুলনা জেলার কয়রা উপজেলার কালনা গ্রামের দাউদ হালদারের ছেলে আকবর ও সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার সনাতনকাঠি গ্রামের মাসুম বিল্লাহর ছেলে রবিউল ইসলাম।
যশোর সদর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক মতিউর রহমান জানান, শনিবার ১৪ জুলাই সকালে গোপন সূত্রে খবর পান ভারত হতে কমদামে রোপ্য ক্রয় করে একটি পাচার চক্র ঢাকায় নিয়ে যাবার উদ্দেশ্যে বেনাপোল থেকে যশোরের দিতে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে তিনিসহ তার ফাঁড়ীর তিন এটিএসআই যশোর বেনাপোল সড়কের চাঁচড়া চেকপোষ্ট পাবলিক টয়লেটের সামনে অবস্থান নেয়। এ সময় বাস থেকে আকবর ও রবিউল ইসলামকে দেখে তাদের সন্দেহ হয়। তাদের দু’জনকে গ্রেফতার করে। পরে তাদের পরনে লুঙ্গীর কোচরে রাখা আড়াই কেজি করে ৫কেজি রোপ্য উদ্ধার করে। পরে তাদেরকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করেন। গ্রেফতারকৃতদের মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁচড়া ফাঁড়ির এসআই জামাল উদ্দিন উক্ত মামলায় আদালতে চালান দেয়। পুলিশ পরিদর্শক মতিউর রহমান আরো জানান, গ্রেফতারকৃতরা র্দীঘদিন যাবত ভারত থেকে কমদামে রোপ্য ক্রয় করে দেশের রাজধানীতে নিয়ে বিক্রি করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here