চীন-রাশিয়া-ইরানের যৌথ নৌ-মহড়া শুরু

0
308

ম্যাগপাই নিউজ ডেস্ক : ওমান সাগর ও ভারত মহাসাগরের উত্তর অংশে চার দিনে যৌথ নৌ-মহড়া শুরু করেছে ইরান, রাশিয়া, চীন ওমান। ‘মেরিন সিক্যুরিটি বেল্ট’নামের এ মহড়া শুরু হয়েছে শুক্রবার সকাল থেকে। চলবে আগামী সোমবার পর্যন্ত।

এই যৌথ মহড়া সম্পর্কে বৃহস্পতিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান জানান, ওমান সাগরের যৌথ নৌ-মহড়ায় চীনের গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার- ‘শাইনিং’ অংশগ্রহণ করবে। এ ছাড়া, মহড়ায় রাশিয়ার তিনটি রণতরী অংশ নিচ্ছে।

ইরানের সশস্ত্র বাহিনীর সিনিয়র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি গত বুধবার জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যের এই কৌশলগত অঞ্চল দিয়ে চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ মহড়া শুরু হচ্ছে। এছাড়া, অংশগ্রহণকারী তিন দেশের মধ্যে সমুদ্র বিষয়ক উদ্ধার তৎপরতার অভিজ্ঞতা বিনিময় করা হবে এ মহড়ার অন্যতম লক্ষ্য।

১৯৭৯ সালে ইরান বিপ্লবের পর এই প্রথম তিন দেশের যৌথ নৌ-মহড়ায় অংশ নিচ্ছে তেহরান। পারস্য উপসাগরে টহল দেয়ার জন্য যুক্তরাষ্ট্র যখন একটি আন্তর্জাতিক সামরিক জোট গঠনের চেষ্টা চালাচ্ছে তখন ইরান, রাশিয়া ও চীনের এ যৌথ নৌ-মহড়া অনুষ্ঠিত হচ্ছে।