৪ দফা দাবি নিয়ে ঢাবিতে ‘সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য’

0
313

ম্যাগপাই নিউজ ডেস্ক : বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদসহ ১২ সংগঠনের সমন্বয়ে গঠিত হয়েছে সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য। ২৭ ডিসেম্বর, শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে ১২ ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এ ঘোষণা দেন।

সংগঠনগুলো হলো- বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্র যুব আন্দোলন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, নাগরিক ছাত্র ঐক্য, স্বতন্ত্র জোট, ছাত্র গণমঞ্চ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হুসেন। লিখিত বক্তব্যে তারা ডাকসু ভিপি নুরুল হক নুরসহ সহযোগীদের ওপর হামলায় দোষীদের গ্রেপ্তারের দাবি জানান। তারা সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে প্রশাসনের কাছে দাবি জানান।

লিখিত বক্তব্যে তারা চার দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো- ডাকসু ভিপি নুরুল হক নুরসহ শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বহিষ্কার ও বিচার করতে হবে, ঢাকা বিশ্ববিদ্যলয়ের প্রক্টর গোলাম রাব্বানিকে অপসারণ করতে হবে, হামলার আহতদের চিকিৎসার ব্যায়ভার প্রশাসনকে নিতে হবে, ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং হল থেকে দখলদারিত্ব, গণরুম, গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে।