চৌগাছায় আম্পান কেড়ে নিল মা-মেয়ের জীবন। আহত ছেলেসহ ১৩ জন।

0
392

নিজস্ব প্রতিনিধি

যশোরের চৌগাছায় আম্পান কেড়ে নিল মা-মেয়ের জীবন, আহত হয়েছেন ছেলেও।
বুধবার রাতে নিজ ঘরেই শুয়ে ছিলেন ক্ষান্ত বেগম ওরফে চায়না বেগম (৪৫) তার মেয়ে রাবেয়া (১৩) ও ছেলে আল আমিন (২২)।
চৌগাছা উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের হুদোপাড়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর স্ত্রী চায়না বেগমের দুই কন্যা ও এক ছেলে।
আম্পানের তাণ্ডবের খবর জানা ছিল না তাদের। তাইতো প্রবল ঝড়ের সময়ও নিশ্চিন্তে নিজেদের ছোট্ট খুপরি ঘরে চায়না বেগম তার ছোট্ট মেয়ে ও ছেলেকে নিয়ে একই খাটে শুয়ে ছিলেন।
রাত ১১ টার পরে হঠাৎ করেই আম্পানের প্রবাল আঘাতে পাশেই থাকা বড় জাম গাছটা উড়ে এসে পড়ে তাদের ঘরের টিনের চালের উপর। গাছ চাপা পড়েন মা ও মেয়ে। আঘাত পেয়ে ঘুম ভেঙ্গে যায় ছেলের।
আহত ছেলের চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা। আলামিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তারা। কিন্তু ততক্ষনে মা-মেয়ের কেউই বেচে নেই।
স্থানীয়রা বললেন ঘটনাস্থলেই নিহত হয়েছিলেন মা চায়না বেগম ও ছোট্ট মেয়ে রাবেয়া।
বৃস্পতিবার সকাল হতেই সে বাড়িতে ছুটে গিয়েছেন চৌগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মুস্তানিছুর রহমান, নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম ও চৌগাছা পৌর মেয়র নুর উদ্দিন আল মামুন হিমেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইস্তিয়াক আহমেদ এবং চৌগাছা প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান রিন্টু প্রমুখ। শান্তনা জানিয়েছেন সকলেই।
চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার লুৎফুন্নাহার জানান নিহত দুজন (মা-মেয়ে) এবং নিহত চায়না বেগমের ছেলে সহ মোট আহত হয়েছেন ১৩ জন।
সকলকে প্রাথমিক চিকিৎসা শেষে ব্যবস্থাপত্র দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।