জমি বন্ধকীর টাকার জন্য যশোরে কৃষক খুনের সাথে জড়িত এজাহার নামীয় আরো তিন আসামী গ্রেফতার

0
949

বিশেষ প্রতিনিধি : সদর উপজেলায় আন্দোলপোতা গ্রামে কৃষক আজিজুর রহমান হত্যাকান্ডের সাথে জড়িত এজাহার নামীয় আরো তিন আসামীকে পুলিশ গ্রেফতার করেছে। এ নিয়ে এই মামলায় চারজন আসামী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর সদর উপজেলার আন্দোলপোতা গ্রামের মৃত আয়নাল বিশ্বাসের ছেলে তরিকুল ইসলাম,পাশ্বর্তী কাঠামারা গ্রামের মতিয়ার মোল্যার ছেলে মিল্টন হোসেন মোল্যা,সহোদর আমিরুল ইসলাম ও আন্দোল পোতা পূর্বপাড়ার মোশারফ হোসেন বিশ্বাসের ছেলে মোশারফ হোসেন বিশ্বাসের ছেলে আব্দুল হালিম। মঙ্গলবার গ্রেফতারকৃতদের প্রত্যেককে হত্যাকান্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বাবুন চন্দ্র বিশ্বাস। সোমবার গ্রেফতারকৃত তরিকুল ইসলামকে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়। এদিকে হত্যাকান্ডের ব্যাপারে বেরিয়ে এসেছে নানা গুরুত্বপূর্ন তথ্য।
যশোর সদর উপজেলার আন্দোলপোতা পশ্চিম পাড়ার আলাউদ্দিন সরদারের ছেলে নিছার আলী বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় সোমবার ৭ জনের নাম উল্লেখ করে কোতয়ালি মডেল থানায় এজাহার দায়ের করলেও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বাবুন চন্দ্র বিশ্বাস সোমবার রাতভর অভিযান চালিয়ে হত্যাকান্ডের সাথে জড়িত এজাহার নামীয় আসামী মিল্টন হোসেন,আমিরুল ইসলাম ও আব্দুল হালিমকে গ্রেফতার করে। ঘটনার রাতে কারা হত্যাকান্ডের সাথে জড়িত সোমবার সকালে গ্রেফতার হওয়া তরিকুল ইসলাম পুলিশকে গুরুত্বপূর্ন তথ্য দেয়। মামলার অন্যান্য আসামীরা হচ্ছে,ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার সুবর্ণসারা গ্রামের আতিয়ার রহমান বিশ্বাসের ছেলে টিপু বিশ্বাস,সহোদর আক্কাস আলী বিশ্বাস,একই উপজেলার লুছিয়া গ্রামের ইজ্জত আলী বিশ্বাসের ছেলে ডাক্তার মোঃ মামুন বিশ্বাসসহ অজ্ঞাতনামা ৩/৪জন। নিহত আজিজুর রহমারের ভাই নিছার আলী বিশ্বাস তার এজাহারে বলেছেন, তার ভাইয়ের কাছ থেকে জমি বন্ধকী বাবদ তরিকুল ইসলাম ১লাখ ৩৬ হাজার,মিল্টন হোসেন ৮০ হাজার ও আমিনুল ইসলাম ১লাখ টাকা গ্রহন করে। টাকা গ্রহনের পর ফেরত দিতে নানা তালবাহনা শুরু করা নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। রোববার সন্ধ্যারাত ৭ টায় তরিকুল ইসলাম আজিজুর রহমানকে বাড়ি হতে ডেকে নিয়ে আন্দোলপোতা এডিপি সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে নিচতলা উত্তর পাশের একটি কক্ষে নিয়ে যায়। সেখানে থাকা তরিকুল ইসলামের সহযোগীরা পূর্ব পরিকল্পিতভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। পরে লাশ গুম করার উদ্দেশ্যে উক্ত বিদ্যালয়ের সেফটি টাংকীর মধ্যে ফেলে দেয়। পরবর্তীতে আজিজুর রহমান বাড়িতে না ফেরায় নিছার আলীসহ তার আত্মীয়স্বজনোর বিভিন্ন স্থানে খোজাখুজির এক পর্যায় উক্ত সেফটি ট্যাংকীর মধ্যে থেকে বস্তাবন্দি অবস্থায় আজিজুর রহমানের লাশ উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছালে তরিকুল ইসলামকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যাকান্ডের বর্ণনা দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here