যশোরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনার মধ্যে দিয়ে জাতীয় পাট দিবস পালিত

0
450

বিশেষ প্রতিনিধি : সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ। এই প্রতিপাদ্যে সারা দেশের সাথে যশোরেও একযোগে উদযাপিত হয়েছে জাতীয় পাট দিবস। মঙ্গলবার জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর যশোরের আয়োজনে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে পাটের রপ্তানি বাড়ানোর লক্ষ্য নিয়ে দ্বিতীয়বারের মত এ দিবস উদযাপিত হয়। দিবসটি পালনের লক্ষে সকাল সাড়ে ৯টায় কালেক্টরেট চত্বরে প্রচারণামূলক বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আশরাফ উদ্দিন। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সভাকক্ষে পাট ও পাটজাত দ্রব্যের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি করণে জনগণের উদ্বুদ্ধকরণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক হুসাইন শওকত। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক কাজী হাবীবুর রহমান। অন্যান্যদের মধ্যে আলোচনা করেন পাট অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মিজানুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাট অধিদপ্তর যশোরের মুখ্য পরিদর্শক গোলাম সরোয়ার তালুকদার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here