ফেরদৌসী প্রিয়ভাষিণীর মৃত্যুতে যবিপ্রবির উপাচার্য’র শোক

0
346

বিশেষ প্রতিনিধি : একাত্তরের মুক্তিযোদ্ধা, মানবাধিকার কর্মী ও বিশিষ্ট ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। এক শোক বার্তায় তিনি বলেছেন, ফেরদৌসী প্রিয়ভাষিণী ছিলেন বহু গুণে গুণান্বিত একজন বিদুষী নারী। তিনি রক্ষণশীলতার আগল ভেঙে, সামাজিক বাধা উপেক্ষা করে স্বাধীনভাবে নারীদের চলতে শিখিয়েছেন, উদ্বুদ্ধ করেছেন। স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এই নারী সারা জীবন তাঁর শিল্প সত্তাকে লালন করেছেন। তাঁর প্রতিটি শিল্প-কর্মই ছিল অনন্য। তুলির আঁচড়ে তিনি গেয়েছেন জীবনের জয়গান। রাষ্ট্রীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পদক জয়ী এই মহীয়সী নারীর মৃত্যুতে যে গভীর শূন্যতা সৃষ্টি হলো, তা পূরণ হওয়ার নয়। অধ্যাপক আনোয়ার মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here