জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থদের প্রতি আর্ন্তজাতিকভাবে সহযোগিতা করার দাবিতে মানববন্ধন

0
322

নিজস্ব প্রতিবেদক : জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থদের প্রতি আর্ন্তজাতিকভাবে সহযোগিতা করার দাবিতে যশোরে মানববন্ধন করা হয়েছে। যশোর ব্রাইটাস টিম নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন শুক্রবার (২৪ মে) প্রেসক্লাব যশোরের সামনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন থেকে জানানো হয়, জলবায়ু পরিবর্তনে উন্নয়নশীল দেশগুলো বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে কৃষকদের। অসময়ে বৃদ্ধি ও তাপ পড়ছে। ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন ধরনের ভয়াবহ রোগ প্রকরণ দেখা দিচ্ছে। এ ক্ষতির হাত থেকে রক্ষা পেতে আর্ন্তজাতিকভাবে বৈজ্ঞানিক ফর্মূলা আবিষ্কার করার দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির পরিচালক ফারিহা অমি, সহকারি পরিচালক শোয়েব হাসান ও সহকারি পরিচালক রিফাত জামান।
মানববন্ধনে যশোর এম এম কলেজ, বিএফ শাহীন কলেজ, কালেক্টরেট স্কুল, হাজী মোহাম্মদ মহসিন স্কুল, মুসলিম একাডেমী স্কুল ও বাদশা-ফয়সাল স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।

SHARE
Previous articleফের এমপি হলেন দেব
Next articleওয়েব সিরিজে পরীমনি
সম্পাদক-বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, প্রকাশক-ফয়সাল ফারুকী অমি, প্রধান সম্পাদক - জাহিদ হাসান টুকন, নির্বাহী সম্পাদক-সাকিরুল কবীর রিটন বার্তা সম্পাদক-ডি এইচ দিলসান। নিউজ রুম ই-মেইল-magpienews24@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here