জাতীয় ও জনস্বার্থ বিরোধী বাজেট প্রত্যাখ্যান করে দড়াটানায় সমাবেশ অনুষ্ঠিত

0
328

বিশেষ প্রতিনিধি : গতকাল শনিবার সারাদেশে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)’র কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা কমিটির উদ্যোগে বিকাল ৫টায় যশোর দড়াটানা চত্বরে প্রস্তাবিত ২০১৮-১৯ অর্থ বছরের বাজেটের প্রতিক্রিয়া জানাতে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম শামীমুল হক, জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সভাপতি আশূতোষ বিশ্বাস, কৃষক সংগ্রাম সমিতির জেলা যুগ্ম-সম্পাদক কামরুল হক লিকু, এনডিএফ’র জেলা সাংগঠনিক সম্পাদক সমীরণ বিশ্বাস প্রমুখ। সমাবেশটি পরিচালনা করেন জেলা দপ্তর সম্পাদক এ্যাডঃ আহাদ আলী লস্কর।
বক্তারা বলেন, স্বৈরাচারী রাষ্ট্র ব্যবস্থায় সা¤্রাজ্যবাদ ও তার দালালদের স্বার্থ রক্ষাকারী সকল সরকারের বাজেটই জাতীয় ও জনস্বার্থ বিরোধী। বিশ্বব্যাংক, আইএমএফ-এর দিকনির্দেশনার ভিত্তিতে সা¤্রাজ্যবাদ ও তার দালালদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে আমাদের দেশের বাজেট প্রণয়ন হয়ে থাকে। তাই এবারের বাজেট প্রণয়নে এসডিজি’র লক্ষ্য বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পাবে। ফলে সা¤্রাজ্যবাদী লগ্নিপুঁজি ও তার দালাল পুঁজির শোষণ আরো তীব্র হবে এবং ধনী-দরিদ্রের বৈষম্য আরো বৃদ্ধি পেয়ে সামাজিক অস্থিরতাকে আরো বাড়িয়ে তুলবে। শুধু তাই নয় বাজেটের আকার বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে ভ্যাট, ট্যাক্সসহ প্রত্যক্ষ ও পরোক্ষ করের বোঝা। একইসাথে বাজেট পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হলেও জনগণের কাছ থেকে ঠিকই জবরদস্তি করে ভ্যাট-ট্যাক্সসহ বিভিন্ন ধরনের কর আদায় করা হয়। শুধু তাই নয় অর্থ বছরের শেষের দিকে এসে উন্নয়ন বাজেট বাস্তবায়নের নামে সরকার দলীয় এমপি-মন্ত্রী, নেতা-কর্মি, আমলাদের লুটপাটের এক মহা উৎসব চলে। নেতৃবৃন্দ ব্যাংক সেক্টর নিয়ে অর্থ মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বলেন, তার বক্তব্যের মধ্য দিয়ে ব্যাংকিং সেক্টরে লুটপাটকারীদের পক্ষেই তিনি অবস্থান নিয়েছেন। যা মূলত সরকারেরই অবস্থান। অন্যদিকে সকল বাজেটই আমাদের দেশের কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্যসহ জাতীয় ও জনস্বার্থের মত গুরুত্বপূর্ণ বিষয়গুলো শুধু উপেক্ষিত হয় না সা¤্রাজ্যবাদী প্রভুর স্বার্থে লগ্নিপুঁজির সর্বোচ্চ মুনাফার হাতিয়ারে পরিণত হচ্ছে। কিন্তু প্রতিরক্ষা খাতের বাজেট দিন দিন বৃদ্ধি পেয়ে চলেছে। সবশেষে নেতৃবৃন্দ বলেন, বাজেটে জাতীয় ও জনস্বার্থ রক্ষার পূর্ব শর্ত হচ্ছে জাতীয় গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা। আজ তাই সকল সা¤্রাজ্যবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তির দায়িত্ব হচ্ছে প্রচলিত স্বৈরাতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে সংগ্রাম বেগবান করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here