বাজেটে সংস্কৃতি খাতে এক শতাংশ বরাদ্দ ও মুক্তিযুদ্ধের উদ্ভাসিত সকল সাংস্কৃতিক সংগঠনকে মাসিক অনুদানের দাবিতে যশোরে মানববন্ধন

0
318

বিশেষ প্রতিনিধি : জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে সম্পূর্ণ বাজেটের এক শতাংশ বরাদ্দ ও মুক্তিযুদ্ধের উদ্ভাসিত সকল সাংস্কৃতিক সংগঠনকে মাসিক অনুদানের দাবি জানানো হয়েছে। শনিবার দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোট এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আমিরুল আলম খান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সংগঠনের সভাপতি ডি এম শাহিদুজ্জামান, সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ইকবাল কবির জাহিদ, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, দিপংকর দাস রতন প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here