জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রার্থীদের দাখিলকৃত নির্বাচনি ব্যয়ের রির্টান সম্পর্কিত তথ্য চেয়েছেন নির্বাচন কমিশন

0
503

বিশেষ প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ( বিনা প্রতিদ্বন্দ্বিতাসহ) দাখিলকৃত স্ব-স্ব নির্বাচনি ব্যয়ের রির্টানর্ সম্পর্কিত তথ্য চেয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন। আগামী ১৫ এপ্রিলের মধ্যে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সকল, দেশের সকল জেলা,উপজেলা নির্বাচন অফিসার,নির্বাহী অফিসারকে অনুরোধ জানানো হয়েছে।
গত ৪ এপ্রিল বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচন প্রশাসন শাখার এক স্মারকে বলা হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রির্টারিং অফিসারের কার্যালয়ে দাখিলকৃত প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের (বিনা প্রতিদ্বন্দ্বিতাসহ) স্ব-স্ব নির্বাচনি ব্যয়ের রির্টান এর তথ্য চাওয়া হয়েছে। যাতে নির্বাচনি এলাকার নাম ও নম্বর প্রতিদ্বন্দ্বি প্রার্থীর নাম ( বিনা প্রতিদ্বন্দ্বিতাসহ) প্রার্থীদের ঠিকানা,নির্বাচনে ফলাফল গেজেটে প্রকাশের তারিখ,রির্টানিং অফিসারের কার্যালয়ে নির্বাচনী ব্যয় বিবরনী দাখিলের তারিখ,নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনি ব্যয় বিবরণী দাখিল করা না হয়ে থাকলে মামলা সম্পর্কিত তথ্য চাওয়া হয়েছে। নির্বাচনি প্রশাসন শাখার সিনিয়র সহকারী সচিব মিজানুর রহমান স্বাক্ষরিত এক স্মারকে বিষয়টি অতীব জরুরী হিসেবে গণ্য করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে। যশোর ৬ আসনে যে সব প্রার্থী ও স্বতন্দ্র প্রার্থীরা অংশগ্রহন করেছিল। তাদের দাখিলকৃত রির্টান পরীক্ষা নিরীক্ষার কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছেন। সাথে সাথে উক্ত তথ্য প্রেরণে সক্রিয়ভাবে সহযোগিতা করার জন্য সিনিয়র জেলা নির্বাচন অফিসার/ জেলা নির্বাচন অফিসারগনকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। এই আদেশ সারাদেশে নির্বাচন কর্মকর্তাদের উপর বলবত রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here