যশোরে তিনদিনের অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ সমাপনী

0
468

বিশেষ প্রতিনিধি : গত ৮ এপ্রিল সোমবার থেকে শুরু হওয়া যশোরে সাংবাদিকদের তিন দিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ ১০ এপ্রিল বুধবার শেষ হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র আয়োজনে যশোরের এলজিইডি প্রশিক্ষণ কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে প্রশিক্ষণের শেষ দিনে জেলা প্রশাসক আব্দুল আওয়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এর প্রশিক্ষক প্রশিক্ষণের সম্বনয়কারী পারভীন সুলতানা রাব্বী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক সাকিরুল কবির রিটন, জেইউজে’র সাবেক সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব যশোরের সাবেক সম্পাদক এসএম তৌহিদুর রহমান,দৈনিক প্রতিদিনের কথার ভারপ্রাপ্ত সম্পাদক ফারাজী সাঈদ আহমেদ বুলবুল। উপস্থিত ছিলেন মাছ রাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি বদরুজ্জামান বাবু। অনুষ্ঠানটি সঞ্চালন করেন,জেইউজে’র সাধারন সম্পাদক হাবিবুর রহমান মিলন। সমাপনী দিনে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বদরুজ্জামান বাবু। তিনি সকাল ১০ টা থেকে এক টানা বেলা ১ টা পর্যন্ত অনুসন্ধ্যান বিষয়ক বিভিন্ন দিক কলা কৌশল তুলে ধরে আলোচনা করেন। এ সময় তিনি তার করা অনুসন্ধ্যান মূলক দু’টি প্রতিবেদন প্রদর্শন করেন। শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক অংশগ্রহনকারী ৪০ জন্য সাংবাদিকদের মাঝে সনদপ্রত্র বিতরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here