জামায়াতের নেতাকে গ্রেফতার পূর্বক ছেড়ে দেওয়ার অভিযোগ

0
513
????????????????????????????????????

যশোর কোতয়ালি থানার এএসআই শফিকুলের বিরুদ্ধে:

বিশেষ প্রতিনিধি: যশোর কোতয়ালি মডেল থানার এএসআই শফিকুল ইসলাম জামায়াতের নেতা ও নাশকতা মামলার আসামি মোমিনকে বাড়ি থেকে আটক করে থানায় না এনে মোটা অংকের উৎকোচ নিয়ে ছেড়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। আটক জামায়াত নেতা যশোর সদর উপজেলার সূতীঘাটা কামাল পুর গ্রামের মুনসুরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এএসআই শফিকুল ইসলাম গত বুধবার রাতে যশোর মনিরামপুরের কানাইতলা এলাকায় মোবাইল ডিউটিতে ছিলেন। তিনি গভীর রাতে স্থানীয় গ্রাম পুলিশের সদস্য ইসরাইল হোসেনকে সাথে নিয়ে মোমিনুর রহমানের বাড়িতে যান এবং তাকে গ্রেফতার করে রাজারহাট বাজারে নিয়ে আসেন। এখানে এনে ওই রাতে অনেক দেনদরবার শুরুর এক পর্যায় ৮০ হাজার টাকা নিয়ে তাকে ছেড়ে দেন। স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে শফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তাদেরকে তিনি উল্টো হুমকি দেন। স্থানীয়দের সূত্রে জানা গেছে, মোমিনুর রহমানের বিরুদ্ধে নাশকতাসহ কমপক্ষে ৭টি মামলা রয়েছে। এর মধ্যে দুইএকটিতে জামিন নিয়েছে। বাকী গুলোতে হাজিরা দেন না। আদালত থেকে মোমিনুর রহমানকে আটকের জন্য গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন। তারপরও টাকা নিয়ে নাশকতা মামলার আসামিকে ছেড়ে দেয়ার ঘটনা ফাঁস হয়ে পড়লে সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে। এ ব্যাপারে শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান, একটি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। তিনি ৩০ আগষ্ট ওই মামলায় জামিন নিয়েছেন। বাড়ি থেকে আটকের সময় তারা রিকল দেখাতে না পারায় তাকে নিয়ে আসা হয় রাজার হাটে। পরে তার স্ত্রী ও ভাগনে রিকল আনলে তাকে ছেড়ে দেয়া হয়। টাকা নিয়ে ছেড়ে দেওয়ার ঘটনা সঠিক নয় বলে তিনি দাবি করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here