দেশের অন্যতম প্রধান যশোর সদরের রাজারহাটে ঈদুল আযহার পরবর্তী দ্বিতীয় হাটে ৫ কোটি টাকার বেচাকেনা

0
530

এম আর রকি যশোর: ৯ সেপ্টেম্বর শনিবার দেশের অন্যতম প্রধান চামড়াহাট যশোর সদরের রাজারহাটে ৫ কোটি টাকা মূল্যের চামড়া বেচাকেনা হয়েছে। ঈদুল আযহার পর প্রথম হাটে চামড়া না উঠলেও গতকাল শনিবার দ্বিতীয় হাটে ছোটবড় প্রায় ২০ হাজার চামড়া ওঠে। চামড়ার হাটে ক্রেতা-বিক্রেতার হাক ডাকে মুখরিত হয় গোটা চামড়ার বাজারে। অথচ গতবছর ঈদুল আযহা-পরবর্তী প্রথম হাটে এখানে প্রায় ১০ কোটি টাকার চামড়া বেচাকেনা হয়েছিল। কিন্তু এবার প্রথম দিন মঙ্গলবার চামড়া না ওঠায় ব্যবসায়ীরা চরমভাবে হতাশাগ্রস্থ্য হয়ে পড়ে। শনিবার সেই হতাশা কিছুটা কাটিয়ে উঠেছে ব্যবসায়ীদের মধ্যে।
রাজার হাটে চামড়ার হাটে সরেজমিনে গিয়ে দেখা গেছে, নির্ধারিত দামের চেয়ে বেশি টাকায় পশুর চামড়া বেচাকেনা হচ্ছে। পাইকারীর ব্যবসায়ীরা জানান, ট্যানারি শিল্প সমিতি নির্ধারিত দামের চেয়ে বেশি টাকায় ঝুঁকি নিয়ে তারা চামড়া ক্রয় করছেন। পরে ট্যানারি মালিকরা দাম না বাড়ালে বিপদে পড়তে হবে তাদের। তারা আরও জানান, লোকসানের আশঙ্কায় ক্ষুদ্র ব্যবসায়ীরা হাটে চামড়া না নিয়ে আসায় হতাশ হয়ে পড়েন। ট্যানারি মালিকরা মাঠ পর্যায় থেকে উচ্চমূল্যে চামড়া সংগ্রহ করছে। এছাড়া পাওনা টাকাও তারা দেয়নি। ২৫ থেকে ৩০ ভাগ টাকা দিয়েছে। এছাড়া লবণের অতিরিক্ত দামও প্রভাব ফেলেছে হাটে। যশোর সদরের রাজারহাটের চামড়াহাট যশোর-খুলনা মহাসড়কের পাশে সপ্তাহে দুইদিন শনি ও মঙ্গলবার বসে। এ হাটে যশোর ছাড়াও খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, ঢাকা, রাজশাহী, পাবনা, ঈশ্বরদী, নাটোরসহ দেশের বিভিন্ন এলাকার বড় বড় ব্যবসায়ীরা এখানে এসে চামড়া বেচাকেনা করেন। এবারের ঈদ হয় শনিবার। ফলে মঙ্গলবার ছিল ঈদ-পরবর্তী প্রথম চামড়ার হাট। প্রথম হাট যেমন জমজমাট হয়ে থাকে অন্য বছর। তবে এবারের চিত্র তার উল্টো। প্রত্যাশার এক-তৃতীয়াংশ চামড়াও ওঠেনি সেদিন। গতকাল হাটের দ্বিতীয় দিন শনিবার প্রত্যাশা রূপ চামড়া এসেছে। হাটে কথা হয়, খুচরা ব্যবসায়ী আসলাম হোসেন নামে এক ব্যক্তির সাথে। তিনি সাংবাদিকদের জানান, গ্রাম থেকে চামড়া সংগ্রহ করে হাটে নিয়ে এসেছেন। শনিবার চামড়ার দাম পাওয়া গেছে মোটামুটি। ছাগলের চামড়া প্রতি পিচ দেড়শ’ থেকে দুইশ’ টাকা পর্যন্ত বিক্রি করেছেন। আর গরুর চামড়া ফুট বিক্রি করছেন ৬০ থেকে ৬৫ টাকা। ফলে লাভও মোটামুটি হয়েছে। তিনি আরও জানান, গ্রাম থেকে চামড়া সংগ্রহ করে লবণজাত ও শ্রমিক খরচ মিলিয়ে তার গরুর চামড়া কেনা পড়ে ৫০ টাকা ফুট। আর ছাগলের প্রতি পিচ ৩৫ থেকে ৪০ টাকা। কিন্তুহাটে গরুর চামড়া বিক্রি হয়েছে ৬০ থেকে ৭০ টাকা পর্যন্ত। অপর চামড়া ব্যবসায়ী রিপন দাসের সাথে সাংবাদিকদের কথা হলে তিনি জানান, মঙ্গলবার রাজারহাটে এসে হতাশ হয়েছিলাম। দাম না পাওয়ায় সেদিন চামড়া বিক্রি করতে পারেনি। ফলে চামড়া ফেরত নিয়ে যায়। আজ দাম ভালো পাওয়ায় বিক্রি করতে পেরেছি।তিনি আরো বলেন, দাম আরও বাড়বে। দাম না বাড়ানো হলে চামড়া ভারতে পাচার হয়ে যাবে। যশোরের চুড়িপট্টির পাইকারী চামড়া ব্যবসায়ী হাসিব চৌধুরী সাংবাদিকদের বলেন, টেনারী মালিকদের বেধে দেওয়া দামের চেয়ে বেশি দামে চামড়া বিক্রি হচ্ছে। গরুর চামড়া প্রতি ফুট ৬০ থেকে ৭৫ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। শনিবার চামড়া এসেছে আশানুরূপ। রাজারহাটের চামড়া ব্যবসায়ী ইসলাম আহমেদ বলেন, প্রতি বছর ঈদ পরবর্তী হাটে দুই থেকে আড়াই লাখ চামড়া ওঠে এখানে। কিন্তু এবার সেই চামড়া ওঠেনি। এ চামড়া এখনো বিভিন্ন জায়গায় মুজুত আছে। দাম উঠলেই এ চামড়া বাজারে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।তিনি আরও বলেন, টেনারী মালিকরা এবার মাঠ পর্যায় থেকে সরাসরি চামড়া সংগ্রহ করেছে। যে কারণে মধ্য ব্যবসায়ীরা লোকসানে পড়বে। শুধু লাভবান হবে ট্রেনারী মালিক ও মাঠ পর্যায়ের ক্ষুদ্র ব্যবসায়ীরা। তিনি চামড়া পাচারের আশঙ্কা প্রকাশ করে বলেন, চামড়ার ঠিকমত দাম না পাওয়া গেলে ভারতে পাচার হয়ে যাবে। বিজিবির ৪৯ যশোর অঞ্চলের কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক চামড়া পাচারের আশঙ্কা উড়িয়ে দিয়ে বলেন, বিজিবি এক ইঞ্চি চামড়া পাচার হতে দেবে না। পাচার ঠেকাতে আমাদের সব প্রস্তুতি রয়েছে। ইতোমধ্যে সব বিওপিকে আমরা অ্যালার্ট করে দিয়েছি। অসাধু ব্যবসায়ীরা কোন ভাবেই চামড়া পাচার করতে পারবে না।সদর উপজেলার চাউলিয়া গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী মশিয়ার রহমান জানান, এবার চামড়া পাচারের কোনো আশঙ্কা নেই। সীমান্তের চামড়া হাটে আসছে। তবে গত বারের তুলনায় এবার কোরবানি কম হয়েছে। পাইকারী ব্যবসায়ী পারভেজ আলম বলেন, হাটে নির্ধারিত দামের চেয়ে বেশি টাকায় চামড়া বেচাকেনা হচ্ছে। এতে ক্ষুদ্র ব্যবসায়ীরা খুশি। রাজারহাটের স্থানীয় ব্যবসায়ী আলমগীর হোসেন জানান, ট্যানারি মালিকদের সিন্ডিকেটের কারণে এবার চামড়ার বাজার খারাপ। কেননা লবনের দাম চামড়ার খরচ বাড়িয়ে দিয়েছে। আগে যেখানে লবণের বস্তা এক হাজার টাকা ছিল। সেখানে এবার এক হাজার ৪০০ টাকায় কিনতে হয়েছে।তিনি আরো জানান, চামড়া কেনা একং লবণ, শ্রমিক খরচের কারণে গরুর চামড়া কেনা পড়েছে ৫০ থেকে ৫৫ টাকা ফুট দরে। আজ (শনিবার) চামড়া বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা দরে। বৃহত্তর যশোর জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিন মুকুল জানান, ঈদের পরের হাটে গরু ও ছাগল মিলিয়ে ৩-৫ লাখ পিস চামড়া ওঠে রাজারহাটে। এই হাটে ঢাকার ব্যবসায়ীরা এসেছে। তারা চামড়া কিনেছে। ব্যবসায়ীরা ১২টার মধ্যে বেচাকেনা শেষ করেছে। আগামী দুই থেকে তিন হাটে এর চেয়েও বেশি চামড়া হাটে উঠবে বলে তারা প্রকাশ করেছে। তবে শনিবার হাটে ৫ কোটি টাকার চামড়া বেচা কেনা হয়েছে বলে দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here