জার্মানিতে সাড়ে ৮ হাজার মানুষকে টিকার বদলে স্যালাইন পুশ

0
204

অনলাইন ডেস্ক : জার্মানিতে প্রায় সাড়ে ৮ হাজার মানুষকে টিকার বদলে স্যালাইনের পানি পুশ করার অভিযোগ উঠেছে। গত বসন্তে এ ঘটনা ঘটলেও তা জানা গেছে সম্প্রতি। এ নিয়ে তদন্তে নেমেছে জার্মান পুলিশ। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ।

জানা গেছে, জার্মানের নর্থ সি কোস্ট এলাকায় প্রায় আট হাজার ৬০০ মানুষ টিকার বদলে শুধু স্যালাইন পেয়েছেন। রেড ক্রসের এক নার্স করোনা টিকার বদলে তাদের এই স্যালাইনের পানি পুশ করেন। তবে এতে অভিযুক্ত নার্সের উদ্দেশ্য এখনো জানা যায়নি এবং তাকে নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তখন সেখানকার বেশিরভাগ বয়স্ক ব্যক্তি ওই নার্সের থেকে টিকা নিয়েছিলেন। আর তারাই এখন করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এতে স্থানীয় কর্তৃপক্ষ ভুক্তভোগী ৮ হাজার ৬০০ জনকে ফের টিকা নেওয়ার আহ্বান জানিয়ে নির্দেশনা জারি করেছে।
খবর স্কাই নিউজের