জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সভা অনুষ্ঠিত

0
300

নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা শিল্পকলা একাডেমির বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা শিল্পকলা একাডেমির বছরব্যাপী ২০১৯-২০ সালের অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা তুলে ধরা হয়। একই সাথে বার্ষিক প্রতিবেদন ও ২০১৮-২০১৯ অর্থ বছরের আয়- ব্যয়ের হিসেব তুলে ধরা হয়।

এতে সভাপতিত্ব করেন একাডেমি পরিচালনা পরিষদের সহসভাপতি অধ্যাপক সুকুমার দাস।

সভায় জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু স্বাগত বক্তব্য দেয়াসহ কার্যনির্বাহী কমিটির প্রস্তাবনা ও সাধারণ সম্পাদকের লিখিত প্রতিবেদন উপস্থাপন করেন।

এসময় পরিচালা পরিষদের সহসভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রওশন আরা রাসু, চঞ্চল সরকার, কোষাধ্যক্ষ কালচারাল অফিসার হায়দার আলী, নির্বাহী সদস্য সানোয়ার আলম খান দুল, শাহারিয়ার বাবু, সরোয়ার হোসেন ও আশিষ মুখার্জিসহ শতাধিক সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।

সাধারণ সম্পাদকের প্রতিবেদনের উপর মুক্ত আলোচনায় অংশ নেন, একাডেমির সদস্য রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, হারুন অর রশিদ, অ্যাডভোকেট চুন্ন সিদ্দিকী, সাজ্জাদ গনি খাঁন রিমন, বিবর্তন যশোরের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, মনিরুল ইসলাম, তহীদ মনি, জাহিদ আহমেদ লিটন, যোগেষ দত্ত ও সাংস্কৃতিক সংগঠন স্পন্দনের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সুকুমার দাস জানান, প্রতিনিয়তন সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনাসহ শিল্পী, কবি সাহিত্যিকদের কেন্দ্রবিন্দু হবে শিল্পকলা একাডেমি। এ লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here