যশোর শহরে দিন দুপুরে স্বর্ণের দোকানে চুরিরঘটানায় মামলা সন্দেহ জনক একজন গ্রেফতার

0
395

বিশেষ প্রতিনিধি : যশোর শহরের কাপুড়িয়া পট্টি রোডস্থ মতিয়ার সুপার মার্কেটের প্রিয়াঙ্গন জুয়েলার্সে দিন দুপুরে চুরির ঘটনায় কোতয়ালি মডেল থানায় বৃহস্পতিবার রাতে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন উক্ত দোকানের মালিক অমিত রায় আনন্দ। তিনি মাগুরা জেলার শালিখাা উপজেলার পুলুম গ্রামের বর্তমানে যশোর শহরের বেজপাড়া শ্রীধরপুকুর পাড় শম্ভু মজুমদারের বাড়ির ভাড়াটিয়া অশোক রায়ের ছেলে।
অমিত রায় আনন্দ বাদি হয়ে তার দায়েরকৃত এজাহারে বলেছেন,বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় তিনি অন্যান্য দিনের ন্যায় দোকানের সাটার ও ক্লবসিবল গেট তালা লাগিয়ে বাড়িতে দুপুরের খাবার খেতে যায়। বাড়িতে অবস্থান কালে জয়ন্ত রায় নামে এক ব্যক্তি তার মোবাইল ফোনে ফোন করে জানান তার দোকানের সার্টার ও তালা ভেঙ্গে চুরি হয়ে গেছে। তিনি দ্রুত দোকানে ছুটে এসে দেখেন দোকানের সামনে স্বর্ণ দোকান্দারসহ পুলিশ রয়েছে। তিনি দোকানের মধ্যে ঢুকে দেখেন শোকেচ ও ড্রয়ার তছনছ করায় ট্রেতে রাখা স্বর্ণালংকর নাই। পরে তিনি হিসাব মিলিয়ে দেখেন, বিদেশী ডিজাইনের চিক হার,চৌক চেইন,কমল চেইন,পাটি চেইন, বেনি চেইন, পেচ চেইনসহ ৩৭ ভরি ১২ ওজনের স্বর্ণাংলকার নাই। সংঘবদ্ধ ঘটনার দিন বিকেল সাড়ে ৩ টা হতে ৪ টার মধ্যে যে কোন সময় কৌশল নিয়ে ক্লবসিবলের তালা ও সার্টারের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে মূহুর্তের মধ্যে দোকানের ক্যাশ বাক্স হতে নগদ ২লাখ ৫০ হাজার টাকা ও ৩৭ ভরি ১২ ওজনের স্বর্ণের মূল্য ১৮লাখ ১৮ হাজার ২শ’ ২৫ টাকাসহ সর্বমোট ২০লাখ ৬৮ লাখ ৬শ’ ২৫ টাকার মালামাল চুরি করে সটকে পড়ে। এ ঘটনায় পুলিশ প্রদীপ কুমার নামে এক যুবককে সন্দেহ জনকভাবে আটক করেছে। সে যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেল বাড়িয়া গ্রামের অনিল কুমার রক্ষিতের ছেলে। শুক্রবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রদীপ কুমারকে আদালতে সোপর্দ করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের কয়েকটিটিম স্বর্ণ উদ্ধার ও ঘটনার সাথে জড়িত প্রকৃতদের সনাক্ত করার চেষ্টা অব্যাহত রেখেছে। তবে চুরি যাওয়ার স্বর্ণ উদ্ধার করতে পারেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here