ঝিনাইদহের ফুলহরি ইউনিয়ন আওয়ামী লীগ ও কসাসের দোয়া ও ইফতার মাহফিল

0
336

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ : রহমতের মাস রমজান। রমজানের সওয়াব ভাগা-ভাগি করে নিতে রমজানের ২৩ তম দিনে ঝিনাইদহে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শৈলকুপার কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে ফুলহরি ইউনিয়ন আওয়ামী লীগ। এসময় ফুলহরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন সোনা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এ হাকিম, উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্ল¬া, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাবেক সভাপতি শাকিল আহম্মেদ। সার্বিক তত্বাবধানে ছিলেন ফুলহরি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল। এর আগে ফুরহরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি। অপরদিকে, শহরের কেসি কলেজে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে কথন সাংস্কৃতিক সংসদ। এসময় উপস্থিত ছিলেন সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বি এম রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু, মেয়র পতœী আর্মিজা শিরিন আক্তার এ্যামী, সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুষেন্দু কুমার ভৌমিক, সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাড. মনোয়ারুল হক লাল, সরকারি কেসি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর অশোক কুমার মৌলিক, শিক্ষক পরিষদের সম্পাদক আসাদুজ্জামান, কসাসের উপদেষ্ঠা মিজানুর রহমানসহ কসাসের অন্যান্য উপদেষ্টা শিক্ষক মন্ডলী। এছাড়া দোয়া ও ইফতার মাহফিলে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ কসাসের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দসহ অন্যান্য সকল সদস্যরা উপস্থিত ছিলেন। দোয়া ও ইফতার মাহফিলে সার্বিক তত্বাবধানে ছিলেন কসাসের সভাপতি উম্মে সায়মা জয়া, সাধারণ সম্পাদক প্রতাপ আদিত্য বিশ্বাস এবং কসাসের দোয়া ও ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক রাসেল আহম্মেদ শুভ সহ অন্যান্য সদস্যবৃন্দ। ইফতারের পুর্বে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here