ঝিনাইদহে আর্সেনিক আক্রান্ত ও ঝুকিতে থাকা দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে আর্সেনিক মুক্তকরণ সনোফিল্টার বিতরন

0
423

ঝিনাইদহ সংবাদাতা : মঙ্গলবার সকালে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মানব শক্তি উন্নয়ন কেন্দ্র (মাশউক) এর আয়োজনে আর্সেনিক আক্রান্ত ও ঝুকিতে থাকা দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে আর্সেনিক মুক্তকরণ সনোফিল্টার বিতরন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ আব্দুল আলিম।বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মমিনুর রহমান।এসময় উপস্থিত ছিলেন সাজ্জাদ আহমেদ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও সদর শুভাগত বিশ্বাস, মানব শক্তি উন্নয়ন কেন্দ্র (মাশউক) এর প্রগ্রাম কো-ডিনেটর শাহ আবুল আওয়াল,প্রজেক্ট ম্যানেজার তৌহিদুল করিম,শাখা হিসাবরক্ষক হাবিবুর রহমান, ফিল্টার টেকনিশিয়ান আবুল হাসনাত প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ আব্দুল আলিমসহ অতিথিবৃন্দ ৩০জনকে আর্সেনিক আক্রান্ত ও ঝুকিতে থাকা দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে আর্সেনিক মুক্তকরণ সনোফিল্টার বিতরন করেন। মানব শক্তি উন্নয়ন কেন্দ্র (মাশউক) এর প্রগ্রাম কো-ডিনেটর শাহ আবুল আওয়াল জানান, আর্সেনিক আক্রান্ত ও ঝুকিতে থাকা দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে আর্সেনিক মুক্তকরণ সনোফিল্টার বিতরন অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here