পাইকগাছায় শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ের মিটিং আগে, নোটিশ পরে

0
450

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ে কমিটি দ্বন্দ্ব, প্রধান শিক্ষক পদে বিতর্কিত নিয়োগ প্রক্রিয়া ঝুলে যাওয়ায় পরিস্থিতি ভিন্ন মাত্রায় পৌছিয়েছে। কৌশল অবলম্বন করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘায়েল করতে ম্যানেজিং কমিটির সভাপতি শেখ রফিকুল ইসলাম “মিটিং আগে, নোটিশ পরে“ দেখিয়ে গোজামিল দিয়ে অঞ্জলী রাণী শীলকে সহকারী প্রধান শিক্ষিকা উল্লেখ করে সাময়িক বরখাস্তের নোটিশ পাঠিয়েছেন। ১২/০৮/২০১৭ তারিখের পর বিদ্যালয়ে আর কোন সভা হয়নি উল্লেখ করে অঞ্জলী রাণী ও শিক্ষক প্রতিনিধিরা অভিযোগ করেছেন, অবৈধ পন্থায় মনিরুজ্জামান চেয়ারে বসতে না পারায় সভাপতি কথিত অভিযোগ তুলে এ নোটিশ দিয়েছেন। একের পর এক এসব ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা বিস্তারে বিরূপ প্রভাব পড়ার আশংকা করছেন এলাকাবাসী।
জানা গেছে, উপজেলার গদাইপুর শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ে অভ্যন্তরীণ কমিটি দ্বন্দ্বে প্রধান শিক্ষক পদে আশাশুনির বড়দল আলিম মাদরাসার সহকারী শিক্ষক মনিরুজ্জামানের নিয়োগ প্রক্রিয়া ঝুলে যাওয়ার পর একে অপরের বিরুদ্ধে পাল্টা-পাল্টি অভিযোগ তোলেন। এ নিয়ে থানাপুলিশ, সংশ্লিষ্ট দপ্তর এমনকি আদালত পর্যন্ত গড়িয়েছে। অভিযোগ উঠেছে, নিয়োগ পরীক্ষা ৬ মাস অতিবাহিতের পর বিবদমান দু’পক্ষ ঐক্যমতে পৌছিয়ে মনিরুজ্জামানের নিয়োগ দিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে কাগজপত্র বুঝিয়ে দিয়ে চেয়ার ছেড়ে দেয়ার কথা বললে অঞ্জলী রাণী শীল আপত্তি তুলে জানান, বিধি-বিধান অনুসরণ না করে অবৈধ পন্থা অবলম্বন করায় মনিরুজ্জামানকে ক্ষমতা দেয়া হয়নি। এক পর্যায়ে ২৭/০১/২০১৮ তারিখে সভাপতি রফিকুল ইসলাম ও তার অনুসারীদের বিরুদ্ধে বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষক ও কর্মচারীদের ভয়-ভীতি, হুমকি ও কাগজপত্র তছনছের অভিযোগে অঞ্জলী রাণী ঐ দিন থানায় সাধারণ ডায়েরী করেন। যার নং- ১২১৩। সর্বশেষ এ নিয়ে দেওয়ানী আদালতে মামলা করেছেন শিক্ষক প্রতিনিধি শহিদুল ইসলাম। যা গণমাধ্যমে ব্যাপক প্রচার হলে এলাকাবাসী উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে দ্বন্দ্ব মিটিয়ে শিক্ষার পরিবেশ অটুট রাখার দাবী জানিয়ে আসছেন। এদিকে ম্যানেজিং কমিটির সভাপতি শেখ রফিকুল ইসলাম অঞ্জলী রাণী শীলকে সহকারী শিক্ষক উল্লেখ করে সাময়িক বরখাস্তের নোটিশ দিয়েছেন। ম্যানেজিং কমিটির নির্দেশ অমান্য, এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় ও গাছ কর্তনের অভিযোগ তুলে ২৮ মার্চ এ বরখাস্তের নোটিশ দিয়েছেন। এ বিষয়ে ১২/০৮/২০১৭ তারিখের পর বিদ্যালয়ে আর কোন সভা হয়নি এমন তথ্য হয়নি অঞ্জলী রাণী ও শিক্ষক প্রতিনিধিরা পাল্টা অভিযোগ করেছেন, সভাপতির প্রত্যাশিত প্রধান শিক্ষক পদে মনিরুজ্জামানের নিয়োগ ঝুলে যাওয়ায় তিনি প্রতিশোধ প্রবণ হয়ে মিথ্যা তথ্য দিয়ে এ নোটিশ দিয়েছেন। স্কুলের সাইনবোর্ড ঢেকে পড়ায় গত ১৫ ডিসেম্বর কয়েকজন ম্যানেজিং কমিটির সদস্যের প্রস্তাব মতে বিদ্যালয়ের এক কর্মচারীকে নিয়ে এক ম্যানেজিং কমিটির সদস্যের নেতৃত্বে পরগাছা মুক্ত করার জন্য মৃতপ্রায় ছোট একটি ছবেদা গাছ কাটেন। যা সংরক্ষিত রয়েছে। এসএসসি অতিরিক্ত ফি আদায়ে প্রসঙ্গে অঞ্জলী শীল বলেন, বোর্ডের নির্দেশনা অনুযায়ী এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে কেন্দ্র ফিস সহ মানবিক বিভাগে ১৪৮০ ও বিজ্ঞান বিভাগে ১৬০০ টাকা নেয়া হয়েছে। এ নিয়ে কোন অভিভাবক বা শিক্ষার্থী অভিযোগ না তুললেও সভাপতি উদ্দেশ্যে প্রণোদিতভাবে এ সব বিষয় উল্লেখ করে হয়রানী করার জন্য এ বরখাস্তের নোটিশ দিয়েছেন। এ অভিযোগ প্রসঙ্গে সভাপতি শেখ রফিকুল ইসলাম বলেন, সভা করে বিধি অনুযায়ী অঞ্জলী রাণী শীলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here