ঝিনাইদহে প্লাস্টিক ফাইবারের প্রতিমাকে পাথরের তৈরী প্রাচীন ও স্বপ্নে পাওয়া মর্মে প্রতারণা, এক দিনেই এক বস্তা টাকা আদায় !

0
374

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃঝিনাইদহ শহরের চাকলা পাড়া এলাকার নবগঙ্গা নদী থেকে প্লাস্টিক ফাইবারের প্রতিমাকে পাথরের তৈরী প্রাচীন ও স্বপ্নে পাওয়া বলে প্রতারণা করেছে এক বৃদ্ধ নারী, প্রতারনার প্রথম দিনেই এক বস্তা টাকা আদায় হয়েছে বলে জানায় এলাকাবাসী। স্থানীয় সুত্র মোতাবেক ও সরেজমিনে চাকলা পাড়া এলাকায় এ ঘটনা পুঙ্খানু পুঙ্কানুরুপে ও নিবীড় ভাবে তদন্ত করে জানাগেছে, ঝিনাইদহ শহরের মদন মোহন পাড়ার জনৈক ব্যাক্তি যার নাম অভি (সুভাষ দে এর বাসা সংলগ্ন) এই প্রতিমাকে দীর্ঘদিন পুজা করার পর তিনি মারা গেলে অভির বাবা ও মা মিলে এই মুর্তীটিকে চাকলা পাড়ার নবগঙ্গা নদীর সিড়িতলা ঘাটে বিসর্যন করে। পরে চাকলাপাড়ার মৃত.সুনিল কুমুর সাহার স্ত্রী অনিতা সাহা (৫৫) ও তার ভাস্তি প্রীয়ন্তিকে নিয়ে উক্ত মুর্তীটি বাসায় নিয়ে ৩/৪ দিন পুজা করার পরে অনিতা সাহা অসুস্থ্য হয়ে পড়ে। অনিতা সাহার ছেলে কলা ব্যাবসায়ী সঞ্জয় (৩২) কুমার জানান, মা অসুস্থ্য হয়ে পড়লে আমারা সিদ্ধান্ত নিয়ে পুনরায় মুর্তীটিকে সিড়ি ঘাটে বিসর্যন দিয়ে এসে আমার মা চাকলা পাড়ার মৃত. ধীরেন গোপাল বিশ্বাসের স্ত্রী কল্যানী বিশ্বাসকে (৬০) মুর্তীটির বিষয়ে কথা বার্তা বলে বাসায় চলে যায়। সুচতুর কল্যানী বিশ্বাস সবাইকে বিভ্রান্তি করে টাকা পয়সা হাতানোর উদ্দেশ্যে নাটক তৈরি করে স্বপ্নে পাওয়া কালী মুর্তী মর্মে প্রচার শুরু করে। এমন কি তিনি সাংবাদিকদের কাছেও মিথ্যা তথ্য দিয়ে নাটকীয়তার আশ্রয় নিতে থাকে। এ ধরনের ঘটনা শুনে বুধবার (১লা মে) সকাল থেকেই তার বাড়িতে শত শত লোক স্বপ্নে পাওয়া কালী মুর্তী দেখতে ভিড় জমায় তার বাড়িতে। সে সুযোগে সুচতুর কল্যানী বিশ্বাস টাকা নেয়ার কৌশল করে বড় গাবলা পাতে। এক পর্যায়ে টাকায় দেখতে আসা লোক জন টাকা পয়সা দিয়ে গাবলা ভর্তি করে দেই। একএক গাবলা করে বস্তায় ঢালতে ঢালতে প্রায় এক বস্তা টাকা জমা হয়। স্থানীয়রা বলছে প্রায় এক লাখ টাকার মতো উঠেছে। সঞ্জয় কুমার আরো জানান, পরে এ ঘটনা জানার পরে আমরা তার বাড়িতে গিয়ে মুল ঘটনা প্রকাশ করি। ততক্ষনে জেলা প্রশাসক, র‌্যাব-৬’র কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম পরীক্ষা নিরীক্ষা করে প্লাস্টিক ফাইবারের প্রতিমা মর্মে সবাইকে জানায়। সুচতুর কল্যানী বিশ্বাসের এ ধরনের টাকা হাতানোর হীন কৌশল ও জনগনকে বিভ্রন্তি ও ধোঁকা দেয়ার তীব্র প্রতিবাদ ও তাকে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করে সঞ্জয় ও স্থানীয়রা সাংবাদিকদের জানান। এসময় সেখানে উপস্থিত ছিলেন চাকলাপাড়ার দিপু, দেবু, প্রসেনজিত প্রমুখ। উল্লেখ্য, কল্যানী বিশ্বাস শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার কেয়ার হাসপাতালে আয়ার চাকরি করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here