টাকার জন্য স্বামীস্ত্রীকে মারপিট পূর্বক নগদ টাকা লুট ও মোটর সাইকেল ভাংচুরের ঘটনায় মামলা

0
388

বিশেষ প্রতিনিধি : লাভের দোহায় দিয়ে চৌদ্দ হাজার টাকা নিয়ে সুদসহ ৯৫ হাজার টাকা প্রদান করার পরও আরো টাকা দাবি করে হুমকী ধামকীর এক পর্যায় গতিরোধ করে মারপিট করে নগদ ৬৫ হাজার টাকা ছিনিয়ে মোটর সাইকেল ভাংচুর করে ১০ হাজার ক্ষতি সাধন করেছে। এ ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।মামলার আসামীরা হচ্ছে,যশোর সদর উপজেলার বাগের হাট তেঁতুলিয়া গ্রামের মৃত গরীব উল্লাহর ছেলে রবিউল ইসলাম, ইকবাল,রবিউল ইসলামের ছেলে রাসেল ও ইকবালের ছেলে রনিসহ অজ্ঞাতনামা ৫/৬জন।
শহরের খড়কী দক্ষিণ পাড়ার সিদ্দিক বিশ্বাসের ছেলে শাহাজান বিশ্বাস কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন, তার স্ত্রী মোছাঃ হাজেরা বেগম লাভের দোহায় দিয়ে ইকবালের কাছ থেকে ১৪ হাজার টাকা গ্রহন করে। পরে আসল ও সুদসহ ৯৫ হাজার টাকা প্রদান করে। এরপরও আসামীরা তার স্ত্রী হাজেরা বেগমের কাছে আরো টাকা দাবি করে। এ ঘটনায় হুমকী ধামকীর এক পর্যায় চাঁচড়া রায়পাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজের কাছ থেকে মীমাংসা দাবি করে। গত ৪ মে সকাল সাড়ে ১১ টায় শাহাজান বিশ্বাস তার স্ত্রী হাজেরা বেগমকে মোটর সাইকেল যোগে মাহিদিয়া বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে বাগেরহাট তেঁতুলিয়া এলাকায় পৌছালে উল্লেখিত আসামীরা গতিরোধ করে। পরে এলোপাতাড়ীভাবে মারপিট করে শাহাজাহান বিশ্বাসের কাছে থাকা নগদ ৬৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মোটর সাইকেলে লোহার রড় ও লাঠি দিয়ে ভাংচুর করে ১০ হাজার টাকা ক্ষতি সাধন করে। পরে প্রান নাশের হুমকী দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় শাহাজান বিশ্বাসকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here