১৫ মে মনিরামপুরের হরিহরনগর ইউপি নির্বাচন ।। বিএনপির প্রার্থীর পক্ষে নেতাকর্মীদের পুলিশি হয়রানির অভিযোগ

0
414

বিশেষ প্রতিনিধি : যশোরের মনিরামপুরের হরিহরনগর ইউপি নির্বাচনের বাকি আছে মাত্র ৯ দিন। ১৫ মে অনুষ্ঠিতব্য এ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ-বিএনপিসহ বিভিন্ন দলের মোট পাঁচজন চেয়ারম্যান প্রার্থী এলাকায় গণসংযোগে রয়েছেন। তবে অভিযোগ রয়েছে শাসক দলের হুমকি-ধামকি আর পুলিশি হয়রানির কারনে বিএনপির প্রার্থীর পক্ষে নেতাকর্মীরা নির্বিঘেœ গণসংযোগে অংশ নিতে পারছেননা। ইতিমধ্যে পুলিশ বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মীকে আটক করেছে। পরে পুলিশ বাদি হয়ে ওই ছয়জন সহ ২৫ নেতাকর্মীর নামে একটি নাশকতার মামলা করেছেন। ফলে ২০ দলিয় জোটের অধিকাংশ নেতাকর্মীরা পুলিশি হয়রানির কারনে এলাকা ছাড়তে শুরু করেছে। এমন অভিযোগ পাওয়া গেছে বিএনপির প্রার্থীর কাছ থেকে।
উপজেলা নির্বাচন অফিসার ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার সহিদুর রহমান জানান, ১৫ মে অনুষ্ঠিতব্য হরিহরনগর ইউপি নির্বাচেন মোট ভোটার ১৮ হাজার ৭৭১ জন। পাঁচ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এ ছাড়াও নয়টি সাধারন ওয়ার্ড সদস্য পদে ২৮ জন এবং তিনটি সংরক্ষিত মহিলা সদস্য পদে নয়জন প্রার্থী রয়েছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামী লীগের জহুরুল ইসলাম, বিএনপির বর্তমান চেয়ারম্যান উপাধ্যক্ষ গাজী আব্দুস সাত্তার, জাতীয় পার্টির শাহাদাত হোসেন, ইসলামী আন্দোলনের তৈয়েবুর রহমান এবং স্বতন্ত্র আবু বক্কার। তবে পাঁচ প্রার্থীর মধ্যে বিএনপির গাজী আব্দুস সাত্তার সম্প্রতি সড়ক দূর্ঘটনায় পতিত হয়ে তার দু-হাত ভেঙ্গে যাওয়ায় তিনি এখনও চিকিৎসাধিন রয়েছেন। তবে জানাগেছে অসুস্থ্য অবস্থায় তিনি গত বুধবার বাড়িতে এসেছেন। নেতাকর্মীরা তার বাড়িতে গিয়ে খোঁজখবর নিচ্ছেন। এ দিকে গাজী আব্দুস সাত্তার জানান, যেহেতু হরিহরনগর ইউনিয়ন মূলত বিএনপি অধ্যুষিত বলে খ্যাত রয়েছে। ফলে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হলে তার পুন:বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবেননা। তবে তিনি অভিযোগ করেন, যে কারনে পুলিশ দিয়ে বিএনপি-জামায়াতসহ ২০ দলিয় জোটের নেতাকর্মীদের প্রতিনিয়ত হয়রনি করা হচ্ছে। বুধবার এবং বৃহস্পতিবার রাতে পুলিশ বিএনপি-জামায়াতের নিরীহ ৬ নেতাকর্মীকে আটক করে। আটকের পর পুলিশ বাদি হয়ে ওই ছয়জন সহ প্রায় ২৪-২৫ জন নেতাকর্মীর নামে একটি মিথ্যা নাশকতা মামলা করেছেন। আটককৃতরা হলেন মদনপুর কলেজের প্রভাষক মশিয়ার রহমান, কোমলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, গোয়ালবাড়িয়া মাদ্রাসার শিক্ষক ইসমাইল হোসেন, আইয়ুব সরদার, সেলিম হোসেন ও আবু জাফর। এদেরকে নাশকতার মামলায় আসামি করে জেল হাজতে প্রেরন করে পুলিশ । তবে পুলিশি হয়রানির অভিযোগ অস্বীকার করে মনিরামপুর থানার ওসি মোকাররম হোসেন জানান, কেউ যদি বোমাবাজি বা নাশকতা করে তাহলে পুলিশ নিশ্চয় বসে থাকতে পারেনা। হরিহরনগর ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার সহিদুর রহমান জানান, বিষয়টি তিনি দুইজন প্রার্থীর কাছ থেকে মৌখিকভাবে শুনেছেন। যদি কেউ লিখিত অভিযোগ করেন তাহলে এ ব্যাপারে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেওয়া হব। থানা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন হরিহরনগর ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থীর নেতাকর্মীদের অহেতুক পুলিশি হয়রানির নিন্দা জানিয়ে বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে অবশ্যই প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here