ট্রাফিক পক্ষ উপলক্ষে যশোরে ট্রাফিক বিভাগ বিভিন্ন কর্মসূচী

0
351

এম আর রকি : গত ১৬ এপ্রিল থেকে সারা দেশে ট্রাফিক পক্ষ শুরু হয়েছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ট্রাফিক পক্ষ উপলক্ষে যশোর সদর ট্রাফিক বিভাগ বিস্তারিত কর্মসূচী হাতে নিয়েছে। যশোর ট্রাফিক ইন্সপেক্টর কার্যালয় সূত্রে জানাগেছে, ১৬ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ট্রাফিক পক্ষ পালনের টার্গেট নিয়ে সচেতনামূলক বিভিন্ন কার্যক্রম গ্রহন করেছেন। ট্রাফিক বিভাগের উদ্যোগে যশোর শহর ও শহরতলী বিভিন্ন পয়েন্টে ট্রাফিক সচেতনতামূলক ব্যানার টানানো হয়েছে। ট্রাফিক ব্যবস্থা উন্নতির টার্গেট নিয়ে পরিবহন মালিক,শ্রমিক সমিতির নেতৃবৃন্দর সাথে মতবিনিময় শুরু করা হয়েছে। সচেতনামূলক ওয়ার্কসপ প্রশিক্ষনের ব্যবস্থা গ্রহন। জনসাধারণের লক্ষে লিফলেট বিতরণ করে সচেতনামূলক দিক নির্দেশনা প্রদান করা হচ্ছে। যশোর ট্রাফিক ইন্সপেক্টরের কার্যালয়ে কর্মরত ট্রাফিক ইন্সপেক্টর প্রশাসন সাখাওয়াৎ হোসেন,ইন্সপেক্টর প্রশান্ত কুমার ঘোষ,আনন্দ চন্দ্র রায়,জিয়াউল হক,শুভেন্দু কুমার মুন্শী’র তদারিকতে শহরের বিভিন্ন পয়েন্টে জন সচেতনা মূলক কর্মকান্ড হিসেবে হেলমেট,ড্রাইভিং লাইসেন্স,রেজিষ্ট্রেশন,ফিটনেস,রুটপারমিট বিহীন গাড়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। গত ১৭ এপ্রিল যশোর উপশহর বাবলাতলা মাইক্রো ও প্রাইভেট স্ট্যান্ডে চালক ও শ্রমিকদের সাথে, ১৮ এপ্রিল শহরের রেলগেট মাইক্রো ও প্রাইভেট স্ট্যান্ডে এবং ১৯ এপ্রিল শহরের মনিহার মাইক্রো ও প্রাইভেট স্ট্যান্ডে চালক ও শ্রমিকদের সাথে সচেতনতামূলক ওয়ার্কশপ প্রশিক্ষনের ব্যবস্থা গ্রহন করা হয় বলে ট্রাফিক ইন্সপেক্টর শুভেন্দু কুমার মুন্শী জানান। এছাড়া,ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট,টিএসআই,এটিএসআই ও ট্রাফিক কনস্টেবলগন জনসাধারণকে চলাচলের ক্ষেত্রে দিক নির্দেশনা দিয়ে দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে। ট্রাফিক পক্ষ চলাকালে চলাচলরত মোটর সাইকেল চালক ও আরোহীগন হেলমেট পরিহিত আছে কিনা এবং সাথে মোটর সাইকেলের কাগজপত্র আছে কিনা তার জন্য চেকপোষ্ট বসানো হচ্ছে বিভিন্ন পয়েন্টে।এছাড়া,চলাচলরত গণ পরিবহন নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় চলাচল ও ট্রাফিক আইন মেনে চলছে কিনা তার প্রতি জোর নজর রাখা হচ্ছে। ট্রাফিক ব্যবস্থার উন্নতির লক্ষ নিয়ে পুলিশের পক্ষ থেকে ট্রাফিক পক্ষ ঘোষনা গতকাল সোমবার এক সপ্তাহ অতিবাহিত হয়েছে। ট্রাফিক ব্যবস্থা উন্নতি কল্পে যশোর ট্রাফিক বিভাগ যথাযথ দায়িত্ব পালন করছেন। শহর ও শহরতলীর বিভিন্ন সড়কে যানজটের কবলে পড়তে হয়নি গত এক সপ্তাহের মধ্যে। তবে ট্রাফিক আইন ভেঙ্গে চলাচলরতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে অনেক যানবাহনের মালিক ও চালকদের বিরুদ্ধে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here