যশোর মণিরামপুরে বিছালী কাটতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শ্রমিকের মৃত্যু

0
325

বিশেষ প্রতিনিধি : যশোর মণিরামপুর উপজেলা এলাকার অন্যের বাড়িতে বিছালি কাটতে গিয়ে জামাল হোসেন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ১০ টায় উপজেলার ইত্যা কলোনিপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জামাল হোসেন ওই গ্রামের হাবিবুল্লাহ হাবুর ছেলে। তিনি বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুৎচালিত মেশিনে বিছালি কাটার কাজ করতেন। বিদ্যুৎস্পর্শে জামালের মৃত্যু হয়েছে বলে ধারণা এলাকাবাসীর।
নিহতের ছেলে ইমরান হোসেন জানান, সকালে তার বাবা পাড়ার আবু বক্কর সিদ্দিকের বাড়িতে বিচালি কাটতে যান। কিছুক্ষণ পর তার মৃত্যুর সংবাদ আসে।
আবু বক্কর সিদ্দিক জানান, সকাল দশটার দিকে তিনি বাড়ির ছাদে কাজ করছিলেন। ওই সময় জামাল তার বাড়িতে মেশিনে বিচালি কাটতে আসেন। জামাল নিজেই ঘরের বারান্দায় বিদ্যুতের সংযোগ লাগিয়ে নেমে আসার সময় পড়ে যান। দৌঁড়ে এসে উঠাতে গিয়ে দেখা গেছে জামালের মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। তখন পল্লী চিকিৎসক ইসমাইলকে ডেকে আনলে তিনি জামালকে মৃত ঘোষণা করেন। আবু বক্কর সিদ্দিক দাবি করেন, বিদ্যুৎস্পর্শে নয়, স্ট্রোক করে জামালের মৃত্যু হয়েছে।পল্লী চিকিৎসক ইসমাইল হোসেন বলেন, কীভাবে জামালের মৃত্যু হয়েছে তা স্পষ্ট না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here