নারীর প্রতি সংহিসতা বন্ধের দাবিতে যশোরে মানববন্ধন

0
309

বিশেষ প্রতিনিধি : নারীর প্রতি সংহিংসতা বন্ধ কর এমন প্রতিপাদ্যে যশোরে মানববন্ধন কর্মসূচি পলিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার উদ্যোগে সোমবার সকালে এ মানববন্ধন হয়। কর্মসূচিতে বক্তারা ফেনীর সোনাগাজীতে নুসরাত জাহানকে আগুনে পুড়িয়ে হত্যাকারীদের দ্রুত বিচাচেরর দাবি জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূল শাস্তির দাবি জানান। একইসাথে নারী ও শিশুর প্রতি সকল সহিংসতা বন্ধে; সরকারের জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান জানান।
এতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ঘাতক দালাল নির্মূল কমিটি যশোর জেলা শাখার সভাপতি হারুণ অর রশীদ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক জিল্লুর রহমান ভিটু, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মজনু, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ফুল, জেলা মহিলা পরিষদের সহসভাপতি আফরোজা বেগম, পৌর কাউন্সিলর সন্তোষ দত্ত, জেলা যুব মৈত্রীর সাধারণ সম্পাদক সুকান্ত দাস প্রমুখ। বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সদস্য দীপংকর দাস রতন, যশোর জেলা শাখার সভাপতি অসীম কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক যোগেশ দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক তপন ঘোষ, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক দেবেন ভাস্কর প্রমুখ। সঞ্চালনা করেন মৃণাল কান্তি দে। বক্তারা বলেন, নারীদের যৌন হয়রানি ও ধর্ষণের সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়ায় অপরাধীদের সাহস বৃদ্ধি পাচ্ছে। তাই এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের ফাঁসি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। যাতে এ ধরনের অপরাধ আর কেউ করতে সাহস না পায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here